পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W28 R. - স্ফ-ব্লষ্ময়ুখ সঙ্কাশ বিলসদ্ধেমকুণ্ডলাং ॥ [ মহাভারত। তব ভাগ্যে রাজা বাণ করিল ক্ষেপণ । বিনা ক্লেশে বধ তারে করহ এখন ॥ আছিল বাণের তেজে বিষ্ণুর সমান। সমরে হইত, কার শক্তি আগুয়ান ॥ এবে কিন্তু চিস্তা নাহি কর ধনঞ্জয় । এক্ষণে হইবে জয় জানিহ নিশ্চয় ॥ এত শুনি ধনঞ্জয় হরষিত মন । সন্ধান পূরিয়া এড়িলেন অস্ত্রগণ ॥ কোপে ধনঞ্জয় বীর এড়ি পঞ্চবাণ । ভগদত্ত ধনুক করেন খান খান ॥ আর ধনু ধরি ভগদত্ত করে রণ । সেই ধনু ধনঞ্জয় কাটেন তখন ॥ পুনঃ পুনঃ ভগদত্ত যত ধনু লয়। ক্রমে সব কাটিলেন বীর ধনঞ্জয় ॥ কোপে ভগদত্ত বীর শক্তি নিল হাতে । ফেলিয়া মারিল শক্তি অৰ্জ্জুনের মাথে । ধনু টঙ্কারিয়া পার্থ মারিলেন বাণ । কাটিলেন তার শক্তি হেন শক্তিমান । অৰ্দ্ধচন্দ্র এড়ি বীর পুরিয়া সন্ধান । ভগদত্তে মারিলেন কুলিশ সমান ॥ দুইখান হয়ে পড়ে রথের উপর । এক ঘায় ভগদত্ত গেল যমঘর ॥ রণেতে পড়িল ভগদত্ত মহাবীর । দেখি দুৰ্য্যোধন রাজা হইল অস্থির ॥ ভগদত্ত রথ ল’য়ে সারথি সত্বর.। ভ্রমণ করিয়া বুলে সংগ্রাম ভিতর ॥ শত শত সেনা পড়ে রথের চাপনে । হেন বীর নাহি নিবারয়ে রথখানে ॥ দেখি কোপে ধায় বীর পবননন্দন । সাবধানে সাপুটিয়া ধরে রথখান ॥ বায়ুবেগে বৃকোদর ফেলে রথখান । দেখিয়া কৌরব দল হৈল কম্পমান ॥ দ্ৰোণপৰ্ব্ব পুণ্যকথা ভগদত্ত বধে । কাশীরাম দাস কহে গোবিন্দের পদে ॥ –പ്പ ঘ্রোণাচার্য্যের মৃত্যু । মুনি বলে মহাশয়, শুন ওহে জন্মেজ হেন মতে পড়ে ভগদত্ত । . দেখি রাজা ফুৰ্য্যোধন, শোকেতে আকুলম আরোহণ কৈল গজমত্ত ॥ অশ্বথামা নামে হস্তী, তার তুল্য অন্য নাীি এমন উত্তম গজবর । বর্ণে যিনি জলধর, ঈষাদস্ত সম শ দেখিতে বড়ই ভয়ঙ্কর ॥ তাহে আরোহণ করি, আসে কুরু অধিকার যথা আছে বীর বৃকোদর। হাতে গদা ঘোরতর, দুৰ্য্যোধন নৃপব - ভীমসেন করিতে সমর ॥ দেখি রায় বৃকোদর, হাতে গদা ভয়ঙ্ক শমন সমান মহাবীর । মহাকোপে অঙ্গ কাপে, দশনে অধর চা:ে বজ্ৰ সম কঠিন শরীর ॥ গদা যেন কাল দণ্ড, সৈন্য করে লণ্ড ভ' এক ঘায়ে মারে শত শত । হস্তী অশ্ব পড়ে যত, লিখিতে না পারি ত শত শত চুর্ণ করে রথ ॥ আনন্দিত বৃকোদর, যুদ্ধ করে ঘোরত বায়ুবেগে ধায় মহাবীর । কোপে ভয়ঙ্কর তমু, মুক্তি যেন বৃহস্তা দেখি আনন্দিত যুধিষ্ঠির ॥ হেনকালে দুৰ্য্যোধন, করিবরে আরো গদ ল’য়ে ধায় মহাবীর । দেখি যত যোদ্ধাগণ, সবে সশঙ্কিত • ংগ্রাম হইল ঘোরতর ॥ তবে কোপে বায়ুম্বত, হয়ে যেন যমদূ গদাতে ভাঙ্গিল তার মুণ্ড । বজাৰাতে যেন গিরি, সেইমত পড়ে ক মস্তক হইল খও খণ্ড ॥ ভয়েতে কম্পিত মন, একলাকে দুর্য্যো হস্তী এড়ি পড়িল ধরঐ-L—-