পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃፃ: জগদাকর্ষণকরীং জগৎকারণরূপিণী— । দেখহ কৌরবপক্ষে আইল সঞ্জয় । রাখিয়া কি কাৰ্য্য এরে শীঘ্র কর ক্ষয় ॥ তাহা শুনি সাত্যকি লইল খড়গ করে । বিনাশিতে সঞ্জয়ে ধাইল ক্রোধভরে a অকস্মাৎ আসি সত্যবতীর নন্দন । সাত্যকির প্রতি করিলেন নিবারণ " তথা হ’তে অসিতেছে ফিরিয়া নগরে । দেখিলেন পথে অতি দীন কুরুবরে a গদ। হাতে দুর্য্যোধন অতি দানবেশ । নেত্র-নীর ঝরে মুখে নাহি বাক্যলেশ । দেখিয়া সঞ্জয়ে জিজ্ঞাসিল কুরুরায় । কে আছে জীবিত কহ আমার সহায় । সঞ্জয় কহিল আছে এইমাত্র সার । কৃপাচাৰ্য্য কৃতবৰ্ম্ম দ্রোণের কুমার ॥ এতেক শুনিয়া রাজ ছাড়িল নিশ্বাস । অচেতন হৈল পুনঃ মুখে নাহি ভাষ । গদগদ ভাষে রাজা কহে সকরুণে । এমন করিবে বিধি নাহি ছিল মনে । জন্মিলে মরণ আ ছ না হয় অন্যথা । অপমান যত কিছু সেই কাটা মাথা ॥ সঞ্জয় সকলি জান কি কহিব আর । বিধি বিড়ম্বিল মোরে মজিল সংসার । সৰ্ব্বনাশ করিলেন দারুণ বিধাতা । জনকের স্থানে সব কহিবা বারতা ৷ কিছু না রহিল সেন আমার সমাজ । • ত্বরিত গমনে যাহ যথা আন্ধরাজ ॥ আমার দৈবের কথা কfহব৷ বিশেষ । নিষ্ফল হইল যত হইল আবেশ । ৰূদ্ধকালে শোকে অন্ধ হইলেন তাত । এখন আমার ভাগ্যে য থাকে পশ্চাৎ ৷ কালপ্রাপ্ত হৈলে cলক না শুনে বচন । কালেতে সংছার করে দৈবের কারণ ॥ মুখ দুঃখ কৰ্ম্মভোগ বিধাতার বশ । অনিত্য সংলার এই ধৰ্ম্ম কীৰ্ত্তি যশ । আমার বাসনা তাত ছড়িহ এখন । পাত্ৰ মিত্র জ্ঞাতি আর ইষ্টবন্ধুগণ ৷ সকল মরিল আমি জাৰিত কেবল । বংশনাশ হৈল মম জীবন বিফল । বিফল জীবনে আর নাহিক বাসনা । দৈবের নির্ববন্ধ এই না করি ভাবন ॥ যাহ তুমি সঞ্জয় কহিও সমাচার । ইহ পরলোকে দেখা নাহি হবে আর ॥ এত বলি হ্রদজলে করিল গমন । প্রবেশ করিল দুঃখে রাজ। দুর্ষে,াধন । তথা হৈতে আসিছে সঞ্জয় বিষাদত । হইল সাক্ষাৎ এই তিনের সহিত । কৃপাচার্য্য কৃতবৰ্ম্ম, অশ্বথাম আর । জিজ্ঞাসিল সঞ্জয় কি কহ সমাচার ॥ মহারাজ দুর্য্যোধন অfছন কোথায় । কি করিব মন দহে ন দেখি উপায়ু । শুক বন দহে যেন জ্বলন্ত মা গুনে । কহত সঞ্জয় কোঁখা পাব দু র্য, ধনে ॥ শুনিয়া সঞ্জয় কহে বচন fব-শধ । দুৰ্য্যোধন রাজা হ্রদ করিল প্রবেশ । এত শুনি তিন বার করিল প্রয়াণ । উপনীত হৈল আস হ্রদ সন্নিধন । উদ্দেশে চলিল তারা শুনিয় বার তা । ধৰ্ম্মরাজ না জানেন দুর্ঘ্য ধন কোথা । নানামতে ভাই সব করে আনুমান । কোথা গেল দুর্যোধন ন জান সন্ধান । দুত পাঠাহয়৷ দিল কৌরবের পুর। আসি জিজ্ঞাসিল যথ। আছয়ে বিছর । ক্ষত্তা বলে নাহি জানি রণ হৈল শেষ । কোথা গেল কুরুরাজ না জানি বিশেষ । দূত বলে রণ শেষ হইবেক যবে । গদা হাতে পুৰ্ব্বমুখে রাজা গেল তবে । ইহার আ:ধক আমি না জানি বরিত ' বিস্মিত বিদুর শুনি এই সব কথা । সমর জিনিয়া যবে চলিল শিবির । দুৰ্য্যোধন হেতু চিন্তান্বিত যুধিষ্ঠির । আপন শিবিরে যান ধৰ্ম্ম মহামতি । ধুতরাষ্ট্র প্রতি কহে সঞ্জয় মমতি । [ऋशलांब्रड। །──་བ་བཟང། ཐང་། ཟླ་