পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- Web-e বিলাপি মাতরং তাংহিরাং তত্তত চিন্তয়েৎ [ মহাভারতী রজঃস্বল হও তুমি দিলাম এ শাপ । শোণিত হউক সদা তব সব অপ ॥ প্রেত ভূত পিশাচ আনন্দ সবাকার। অনায়াসে রক্তপান করে অনিবার ॥ রক্ত-মাংসহারী সব পৃথিবী ভ্ৰমিয়া । থাকিত শোণিত বিনা উপোষ করিয়া ॥ বিশ্বামিত্র-প্রসাদে আহলাদ সবাকার । শোণিত করয়ে পান নাহিক নিবার ॥ বিশ্বামিত্রে প্রশংসা করয়ে সৰ্ব্বজন । ধন্য ধন্য বিশ্বামিত্র মহা তপোধন ॥ যাহার প্রসাদে মোরা করি রক্তপান । সকল মুনির মধ্যে তুমি ভাগ্যবান ॥ রাক্ষস আদির বড় হইল আনন্দ । রাজঋষি দেবঞ্চষি সদা নিরানন্দ ॥ সরস্বতী স্নান নাহি করে মুনিগণ । হাহাকার করিয়া কহেন সৰ্ব্বজন ॥ ধৰ্ম্মপথ বিনাশিল বিশ্বামিত্র মুনি । সংসারে হইল হেন কুযশ কাহিনী ॥ নারদাদি মুনি গিয়া ব্ৰহ্মারে কছিল । সরস্বতী নদী বিশ্বামিত্র বিনাশিল । রজঃস্বল হও বলি অভিশাপ দিল । আদ্যোপান্ত পৰ্য্যস্ত শোণিত জল হৈল ॥ স্নান তপণাদি নাছি হৈল সবাকার । শোণিত হইল জল রাক্ষস-আহার ॥ ইহার উপায় প্রভু করছ আপনি । নারদের বাক্যেতে কহিল পদ্মযোনি । মহেশের সেবা সব কর মুনিগণ । উপায় না দেখি কিছু বিনা ত্ৰিলোচন । ত্রিলোচন তুষ্ট হৈলে সকল মঙ্গল । রক্তজল দূর হয়ে হবে পুৰ্ব্বজল । এতেক শুনিয়া মুনি ব্ৰহ্মার বচন । সরস্বতী তীরে গেল যথা মুনিগণ ॥ ব্ৰহ্মার বচন সবে কছিল সাদরে । আজ্ঞা করিলেন ব্রহ্মা শিব সেবিবারে ॥ মহেশ সদয় হৈলে হইবেক জল । আরাধনা কর সবে সেবক বৎসল । ইহা কহি দেবখষি করেন গমন T__ ব্রাহ্মণের করিলেন শিব আরাধন ॥ নিরাহারে একমনে হরের চরণ। করিয়া মৃন্ময় লিঙ্গ করয়ে পূজন ॥ শর্করা তণ্ডুল স্থত মধু পুষ্প দিয়া। শিব শিব বলি কেহ বেড়ায় নাচিয় ॥ হর মহেশ্বর শিব অনাথের গতি । শূলপাণি শঙ্কর পিনাকী পশুপতি ॥ নীলকণ্ঠ উমাকান্ত-ত্রিপুরনাশন। পাৰ্ববতীর প্রাণনাথ মদনমোহন ॥ অনাদি-নিধন জ্ঞানযোগের ঈশ্বর। ধুস্তুর কুহুম প্রিয় দেব জটাধর ॥ প্রথম ঈশ্বর হর প্রেত ভূত সঙ্গ । হরিহর একতনু গৌরী অৰ্দ্ধ অঙ্গ ॥ বৃষভ-বাহন ত্রিনয়ন ভূতনাথ । সত্ত্বরজস্তমোগুণে তুমি অবিদিত ॥ ইত্যাদি অনেক স্তব করে মুনিগণ । হইল প্রসন্ন তবে দেব পঞ্চানন ॥ বলদবাহন হাতে ত্রিশূল ডমরু । বিল্বপত্র ত্রিপত্র শিরেতে শোভে চারু ॥ রজত পৰ্ব্বত জিনি শুভ্র কলেবর । জটা বিভূষণ শোভে চারু শশধর । শুভ্ৰ পদ্ম জিনি আভা বেষ্টিত অমর। ব্যাঘ্ৰচৰ্ম্ম পরিধান ভস্ম অঙ্গোপর ॥ এইরূপে সাক্ষাৎ হৈলেন কৃত্তিবাস । দেখি মুনিগণে বড় হইল উল্লাস ॥ মহেশ কহেন বর মাগ মুনিগণ । ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ যেবা লয় মন ॥ মুনিগণ বলে প্রভু যদি কর দয়া । ইষ্টবর মাগি দেহ ছাড়ি নিজ মায়া ॥ রক্তজল হইয়াছে সরস্বতী নদী । পূৰ্ব্বমত জল হোক আজ্ঞা কর যদি ৷ তথাস্তু বলিয়া হর কহিলেন কথা । তেমন হইল জল পুর্বে ছিল যথা । আদ্যোপাত্ত হইল সলিল মনোহর । কছিলেন তীর্থের মহিমা মহেশ্বর ৪