পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একপর্ব। J’ তুমি আমি যথাকালে যাব অনায়াসে । পূৰ্ব্বাপর আছে হেন শাস্ত্রেতে বিশেষে। এত শুনি ধৰ্ম্মরাজ বলেন বচন । বুঝিলে না বুঝে মন মায়ার কারণ ॥ তোমা বিনা নাই গতি শুন পরমেশ । সৰ্ব্ব শূন্য দেখি আমি না পাই উদ্দেশ ॥ দৈব হেতু সব হয় কে খণ্ডিতে পারে। কৰ্ম্মবশে গতায়ত প্রাণী সদা করে ॥ তুথাপি তোমারে কহি মনের মানসে। জয় পরাজয় হয় স্ব স্ব কৰ্ম্মবশে ॥ দেখহ গোবিন্দ মম অতি অমঙ্গল । গেল বন্ধু বান্ধবাদি তনয় সকল ॥ বংশে বাতি দিতে আর না রহিল কেহ । কি মুখে রহিব বল, চাহি নাক গেহ ॥ বিলাপ করুণ যত কি করি এখন । উৎপত্তি প্রলয় স্থিতি বিধির লিখন ॥ বখতিতীতং বৃহজটাজুটধরোতমালং। Aeవ তোমার চরণে মতি রহে অনিবার। জীবন যৌবন ধন মিথ্যা পরিবার ॥ গোবিন্দ বলেন রাজা ত্যজ শোক মন। রাজধৰ্ম্ম সদাচার কর অনুক্ষণ ॥ " যুদ্ধে মৃত্যু ক্ষত্ৰকুলে প্রধান এ কায । প্রজার পালন কর পৃথিবীর মাঝ ॥ জয় পরাজয় হয় নাহিক এড়ান। পূৰ্ব্বাপর সংসারেতে আছে এ বিধান । কৃষ্ণের বচনে রাজা স্থির কর মন । দ্রৌপদী স্বস্থির হয়ে চিন্তে নারায়াণ ৷ গোবিন্দ-মায়াতে তবে স্বস্থির হইল। অনুক্ষণ কৃষ্ণ নাম জপিতে লাগিল ॥ সকল আপদ খণ্ডে জন্মে দিবজ্ঞান। ব্যাসের রচিত দিব্য ভারত পুরাণ ॥ মহাভারতের কথা কালী বিরচিল। এইত ঐষিকপৰ্ব্ব সমাপ্ত হইল ॥ ঐষিকপৰ্ব্ব সমাপ্ত । -