পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাসী (=} ৰত আণতশ্রমিকক্ষপত্র। ーーC<>*に> 0 নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ ॥ জিজ্ঞাসেন জন্মেজয় কহ মহামুনি । তদন্তরে কি কৰ্ম্ম হইল তাহ শুনি ॥ পিতামহ উপাখ্যান অপূৰ্ব্ব চরিত্র । তোমার প্রসাদে শুনি হইব পবিত্র ॥ অশ্বমেধ যজ্ঞ শেষে পিতামহগণ । কি কি কৰ্ম্ম করিলেন কহ তপোধন ॥ কি করিল অন্ধরাজ স্বল-নন্দিনী । নারীগণ কি করিল কহ শুনি মুনি ॥ শুনিতে আনন্দ বড় জন্মায় অন্তরে । মুনিরাজ দয়া করি বলহ আমারে ॥ মুনি বলিলেন রাজ কর অবধান । অতঃপর শুন পিতামহ উপাখ্যান ॥ যজ্ঞ কৰ্ম্ম সমাপিয়া ভাই পঞ্চজন । . দিলেন ব্রাহ্মণগণে বহুবিধ ধন ॥ হেনমতে পঞ্চভাই হরিষ অন্তর । নানা দান উৎসব করেন নিরন্তর ॥ যজ্ঞ বিনা সে সবার অন্যে নাহি মতি । ভ্রাতৃসহ বঞ্চেন শুনহ নরপতি ॥ সত্য ধৰ্ম্মশাস্ত্র আর প্রজার পালন । দুষ্ট চোর ভয় খণ্ডে বৈরীর মর্দন ॥ , ধৰ্ম্মপুত্র যুধিষ্ঠির ধৰ্ম্ম অবতার । يم جية ধৃতরাষ্ট্রের বৈরাগ্য ও বিদুরের সহিত কথোপকথন । । অনুক্ষণ ধৰ্ম্ম বিন গতি নাহি আর ॥ দাস দাসী প্রজা আদি অনুগত জনে । রাজার পালনে সবে সদা হৃষ্টমনে ॥ ভ্রাতৃগণ সহ তথা ধৰ্ম্মের নন্দন । ইষ্ট তুল্য ধৃতরাষ্ট্রে করেন সেবন ॥ ভীমাৰ্জ্জুন আর দুই মাদ্রীর নন্দন । সতত রছেন ধৃতরাষ্ট্রের সদন ॥ ভীমসেন মহাবীর পবন-নন্দন । পূৰ্ব্ব দুঃখ অন্তরে না হয় পাসরণ ॥ স্মরিয়া সে সব দুঃখ ছাড়ি দীর্ঘশ্বাস । ক্রোধ করি অন্ধরাজে কহে কটুভাষ ॥ পূৰ্ব্ব কথা বুঝি প্রায় হৈলে পাসরণ । জতুগৃহে পোড়াইলে আমা পঞ্চজন ॥ খলমতি কদাচারী তুমি কুরুকুলে । আমা সব হিংসা করি সবংশে মজিলে ॥ শত পুত্ৰ তব আমি করিনু সংহার। তবু দুঃখ পাসরণ নহেত আমার ॥ এত বলি দুই বাহু করে আস্ফালন । দন্ত কড়মড় করে অরুণ লোচন ॥ ভীমবাক্যে ধৃতরাষ্ট্র সৰ্ব্বদা অস্থির । অন্তরে মমণ দহে কুরু মহাবীর ।