বিষয়বস্তুতে চলুন

পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক | 8Ꮍ পেরু। (কিছু বুঝিতে না পারিয়া স্বগত) ও ! ধৰ্ম্মতলার বাজারের কথা বুঝি বলচে। ( প্রকাশ্যে) ধৰ্ম্মতলার বাজার এখন খুব গুলজার। o বিধ মুখী। (স্বগত) না না, এ সব বিষয় আর এর সঙ্গে কথা কোয়ে কায নেই—যদি এক চুপ্‌ কোরে থাকে, তা হলে না হয় ওকে আমাদের প্রচারক প্রেমনাথ, বাবু বলে এক রকম দাড় করাতে পারি। কিন্তু এ যে রকম উত্তর দিচ্চে, তা শুনে পাছে তিনি আর কিছু ঠাওরান । যাতে র্তার মনে সন্দেহ হয়, এমন কোন কথা বার্তা কওয়া যাক, (প্রকাশ্যে) ভারতাশ্রম, কি চমৎকার জায়গা ! সেখানে বেশ দুজনে মুখে থাকা যাবে! পেরু। (আশ্চৰ্য্য হইয়া) ভারতবর্ষ চমৎকার জায়গা ! আমি সেখানে একবার