পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՉ কিঞ্চিৎ জলযোগ । বিধুমুখী । ৰাগানে কার গলা শুনতে পাই ? ( জানলার কাছে গিয়া—তলবারের ঝন্‌ঝনি শব্দ শ্রবণ ! ) পেরু (নেপথ্য হইতে ) মার, ব্যাটাকে, মার, ব্যাটাকে। । বিধুমুখী । ও ম কালী রক্ষা কর কি ভয়ানক শব্দ ! ( জান্‌লা খুলিয়া দর্শন—বাহিরে অত্যন্ত অন্ধকার ) তলবারের শব্দ ! মারামারি হচ্চে ! আমারি নির্বুদ্ধিতার ফল! বাচারে! বাচারে! ধামু খাম্, (কোঁচে মুচ্ছ হইয়া পতন ও পূৰ্ণবাবু তাঁহার নিকট দোঁড়িয়া আগমন । ) পূর্ণ। (ব্যস্ত হইয়া) ও কি ! মাইডি য়ার —ও কিছুই নয়—আমি তামাস के লেম। মুচ্ছ গ্যাছে দেখচি–কে আছিল, ওখানে ? এ দিকে আয়রে ! কি পাগলামিই করেছি !