পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( నe ) এইতো তিন প্রকার ফলার, তা সেথায় কোন প্রকার : সুমতি । তা আমি কি জানি ? অামি তো সেথায় যাই নাই। উদর। পায়২ যেতে পারিসনে ? এবার অবধি যাসই । সুমতি। (সহাস্য মুখে) ভাল তাই হবে, এখন তুমি যাও আর রঙ্গে কায নাই। উদর। চল্যেম—দুর্গা দুৰ্গ । শিশু ও বাবা, আমি যাব । উদর। (সক্রোধে) অঃ, পেচু ডাকলি, দূর হ, যদি ঈশ্বরের ইচ্ছায় একটী ফলার পেলাম, এই তার দফা রফা হলো । সুমতি। ছেলে মানুষ, জ্ঞান কি ? তুমি ওকে সঙ্গে নে যাও । উদর। হাঃ, একেতো সেই থুবড়ে মেয়েদের বে, তায় আবার এই অযাত্র । তুই ওকে নে ঘরে য। শিশু । (সরোদনে) অঁ অঁ অঁ—ওম! আমি যাব। সুমতি । (ঈষৎক্রোধে) অঃ, নে যাওনা কেন—ও কি তোমার ভাগ কেড়ে খাবে ? ছেলে মাতুম, কাজচে । উদর। মর মাগি, ওকে নে গে কি হবে ? ও কি ফলার কর্তে শিখেছে ? (শিশুর প্রতি) কেমনরে, ফলার কৰ্ত্তে পার বি ? : শিশু। হা, আমি পারবো । উদর। ভাল, কেমন পারবি বল দেখি কখানা পাত পাতবি ? ?