( ৯৭ ) মহিলা। অাছিমতো ভাল ? অনেক দিন দেখিনি কেন? (দেখিয়) কেন বেনু এত কাহিল হয়েছিস্ ? কেন, মুখ মলিন, এমন বিশ্ৰী কেন হলি ? মাধবী। আর সখি বিশ্রীর কারণ কি জিজ্ঞাসা করিতেছিস্ ? এই সরস মধুসময়ে মধুকরের সম্পর্ক না থাকিলে মাধবীর কি মনোহর শোভা হয় ? মহিলা। না ভাই, তোর কথা বুঝা যায় না, তুই খানদুই বহি পড়েছিলি, তাই একবারে অধ্যাপক ভটচয্যির মত কথা কইস ! ভাল করে না বল্যে আমি বুঝতে পারি নে। মাধবী। সখি তোমার মন এমন সরল যে আমার কথাও বুঝিতে পার না ? বলি কি, কুতান্ততুল্য দুরন্ত এই বসন্তকাল, এ সময়ে কান্ত বিরহে অন্তঃকরণ অশান্ত হইয়াছে তাহাতে কি রূপে সরসবদনে মদনবাণ সহ করি? তাই মান মুখে আছি। মহিলা। সই, তুই মদন মদন কচ্চিত্ৰ মদন আবার কে? অামাত্তো এতো বয়েস্ হয়েছে অামি কখন মদন খাইও নি। ছুইও নি ; ত বলন ভাই মদন কেমনতর ? মাধবী। (হাস্য মুখে) মদন কি খেতে ছুতে হয় ? সে একজন দেবতা, কিন্তু পূজা করিলে তুষ্ট হয় তেমন দেবতা নয়। মহিলা। তবে কেমন দেবতা ? অপদেবতা ? এই ভূত টুত যেমন তেমনি নাকি ? ! মাধবী। ভূতই এক প্রকার বটে, কিন্তু অন্য ভুতে পেলে মন্ত্র তন্ত্রে ছাড়ে, ইহার আর সে যে নাই।
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১০৮
অবয়ব