পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 ) নটী। যে আজ্ঞা । (গীতারম্ভ করিল ) “চুত মুকুল কুল সঞ্চল দলি কুল গুণ২ রঞ্জন গানে | মদকল কোকিল, কলরব সংকুল, রঞ্জিত বাদন তানে ॥ রতিপতি নৰ্ত্তন, বিরস বিকৰ্ত্তন, শুভ ঋতুরাজ সমাজে । নবই কুসুমিত বিপিন সুবাসিত, ধীর সমীর বিরাজে” । স্থত্রধর। প্রিয়ে সাধুখ, উত্তম সংগীত করিয়াছ, তোমার এই সুকণ্ঠ নির্গলিত, রাগ রাগিণী সংকলিত, রসভব সম্ভারিত, মধুরতর সুসঙ্গীত শ্রবণে সমস্ত সামাজিক লোক চিত্ৰপুত্তলিকার ন্যায় একতানীন্তঃকরণে রহিয়াছেন : ইহার প্রথমত তোমার লোকাতীত রূপলাবণ্য নিরীক্ষণেই মুগ্ধপ্রায় ছিলেন, এক্ষণে তোমার অসামান্য সঙ্গীত নৈপুণ্য যে কিপর্যন্ত ই হাদিগকে আহ্নাদিত করিল তাহ বাকপথাতীত । একেত কমল কলি, প্রফুল্প হইলে অলি ৰূপ হেরি হরষিত হয় । আবার যখন তায়, মকরনদ গন্ধ পায়, আনন্দের সীমা নাহি রয় ॥