পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( t ) প্রেয়সি, দেখদেখ এই সভাসদগণের চিত্তচকোর তোমার শ্ৰীমুখচন্দ্র গলিত চন্দ্রিকারূপ মধুর গান সুধা পান করিয়াও পুৰ্ব্বাপেক্ষা সমধিক পিপাসা প্রকাশ করিতেছে এসময়ে বিবাহ ব্যাপার ঘটিত “কুলীনকুল সৰ্ব্বস্ব’ নামক ভূতন নাটক প্রদর্শনস্থত দানে উহাকে তুষ্ট করা কৰ্ত্তব্য । নটী । (বিবাহ শব্দ শ্রবণে সুদীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিয়া) হায়, পুরুষের কি নিষ্ঠুর স্বভাব! স্নেহ কাহাকে বলে ইহার কখনই জানে না, কেবল আপন সুখেই সদা সুর্থী। আমরা অবলা জাতি,অতি সরল,আমার অন্তঃকরণ চিরদিনই চিন্তিত আছে যেহেতু আমার একটা মাত্র কুমারী, সে অতি সুকুমারী, বিশেষত বয়েস হইয়াছে। নাথ, দেখদেখি তুমি কি নিষ্ঠুর, তাহার বিবাহের কথাও একবার উল্লেখ কর না, কেবল আমোদপ্রমোদেই মগ্ন আছ, অতএব তোমারি রঙ্গরসের সময়, তুমিই নাটক লইয়া থাক । স্থত্রধার। (ঈষদ্ধাস্যমুখে) স্ত্রী জাতি অতি অবোধ । প্রিয়ে, চিরদিন চিন্তাকে সহচরী করিয়া সুখমুখাবলোকনে বিরত হইলে কি হইবে ? শুভদৃষ্ট ব্যতীত কদাচ কোন অতীষ্টই সিদ্ধ হয় না, বিশেষত বিবাহ কার্য, আমি তন্নিমিত্ত তৎপ্রতি প্রতীক্ষায় রহিয়াছি, দেখি অদুটে কি হয়। নট। নাথ, তুমি কি আমাকে ভুলাইবার নিমিত্ত মিথ্য প্রবোধ দিতেছ ? A 3