পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩ ) করেন, অনন্তর দেবীবর ফলিয়া, খড়দহ, বল্লবী, সৰ্ব্বানন্দী প্রভৃতি ষট ত্রিংশৎ মেল করিয়াছেন”। [অনৃতাচার্যের প্রবেশ] অন্ন। অঃ কে হাও—এত বকে কেন ? মাথা ধরিল যে | সুধীর । ঘটক মহাশয়, পলায়ন করা উচিত, ঐ যে আসিতেছে ! শুভ। কে ও অাসিতেছে ? স্বধীর। আয়াতি জাতিকুলবিপুবধূমকেতুঃ সেতুৰ্বিবাহঘটনাম্বুধিপারহেতুঃ। অর্থামিষার্থমনপেক্ষিত ধৰ্ম্মকৰ্ম্ম চূড়ামণির্বিতথবাগমৃভাৰ্য্যশৰ্ম্ম । আসিল পরের জাতি কুল নাশ হেতু । বিবাহ নিৰ্ব্বাহ বিধি জলধির সেতু ॥ অনর্থ অর্থের লাগি ত্যক্ত ধৰ্ম্মকৰ্ম্ম । চূড়ামণি মিথ্যাবাদী অমৃতার্য্য শৰ্ম্ম ॥ শুত । আসিলই বা, তায় ক্ষতি কি ? অন্থ । অঃ গোবিন্দ২, কি কষ্ট, এই সাতিশয় আতপতাপে তাপিতও পথিপরিশ্রান্ত হইয় নিজ নিকেতনে প্রত্যাবর্তন পুৰ্ব্বক অ'হারাবসানে শয়নমাত্রেই অতিমাত্র-পরিশ্রম-জনিত নিদ্রা আমার লোচন গ্রাহিণী হইয়াছে ইতিমধ্যে কাহার এই কর্ণকুহর-ভেদি কোলা B