পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( °Cァ ) কিছুই জানিসনে ? কিশোরী। হাই, সেই ‘বে P ত আমি জানি, তা কার হবে মা ? - ব্রাহ্মণী । তোমার হবে, তোমার আর তিন বোনের হবে । কিশোরী। ও মা, তবে তোর হবে না ? ব্রাহ্মণী । (হাস্য করিয়া) বাছা তুই অবোধ, তোর জ্ঞান হয় নেই, তাকি বলতে আছে ? আমি মা হই । কিশোরী ! হা হা, হুঁ, বুঝিচি, তোর হয়ে গেছে, ও ম! কার সঙ্গে হয়েটে, বলনা মা ? ব্রাহ্মণী । (সক্রোধে) দূর হ, আমায় ব্যস্ত করিসনে । মদিচি নানান জ্বালা, তোরা সকলে এখন বাড়িতে য: |

[কন্যাগণের প্রস্থান । আমি যাই, আর দাড়াব না, পাড়ার মেয়েদের বলতে হবে, বেলা হলো ; আমি যা না কবে তা হবে না । ব্রাহ্মণীর প্রস্থান । [রসিকার প্রবেশ] রসিক । (স্বগত) { বাড়ি মোর বংশীপুরে, দেখা যায় কিছু দূরে, ঘেরাঘোর ঘর দুই খানি । নবীন যুবতী আমি, মরেছে আমার স্বামী, তবু কভু দুঃখ নাহি জানি।