পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిసె ) জাতিতে নাপিত বটে, আছে নানা গুণ ঘটে, আলতাকামান মোর কৰ্ম্ম । করি নাই কোন পুণ্য, তথাপি পাতক শূন্য, অতিথি না ফেরে এই ধৰ্ম্ম ॥ তৃষিত পথিক গণ, এসে করে আকিঞ্চন, যদি পায় মোর ঘরে বাস । নাই যায় অন্য স্থান, করে সবে অবস্থান, এমন আমার ভালবাসা ॥ কিছু নাই অন্য জ্বালা, এক মাত্র পেট টালা, দিবসেতে পাড়ায় কামাই । ভাল বাসে সবে অতি, আমি শুদ্ধমতি সতী, রজনীতে নাহিক কামাই ॥ এবয়সের পতিনাই, তাইতে পাড়ায় যাই, পোড়া পেট পুরাবার আশে । বসিয়া না পাই খেতে সেই হেতু হয় যেতে, সে থাকিলে কেট আর আসে । কেহ নাই পরিজন, একাকী না টেকে মন, মনের মানুষ যদি পাই । খুলে সব বলি তায়, যদি দয়া করে তায়, তবে তার সঙ্গে চলে যাই ॥ D 2