পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

袭 ( 8S ) কখন দেখে নাই ; যদি একবার দেকতে পেতো তবে বলতে পাত্তে। রসিক । ভাল ভাই, চন্দ্র পদ্মিনীকে দেখে নাই বটে, যা বল্যে, একটা কথা জিজ্ঞাসা করি « রত্ন কি আপনিই লোকের নিকটে আসে, না লোক যত্ন করে রত্নের অন্বেষণ করে ? * দেবল। “ লোকই অন্বেষণ করে, রত্ন আবার কোথা কাকে তত্ত্ব করে থাকে ?” রসিকা। তবে ভাই, দেখদেখি “যদি চন্দ্র যত্ন করে তবে কি পদ্মিনীকে দেখতে পায় না ? অবিশুি পায়, তা না করতে তারি দোষ প্রকাশ ’ । দেবল। ফল বটে, যথার্থ, তাইতে লোকে চন্দ্রকে কলঙ্কী কহে। রসিকা। হা ঠাকুরপো, এখন পথে এসো, বলতে পারি কি না ? দেবল। (হাস্য মুখে) নাপতেবে, তোমায় কথায় পারা তার । রসিক । (হাস্য মুখে) ঐ ‘ভার’ বলে তো কেহ কথা কয় না । দেবল | এখন অাছতো ভাল ? রসিকা। আর ভাই আছি, ভাল না থেকেই বা করিকি ? দেবল। তাই বলি, পরামাণিক দাদা নাই, তোমার চলে কিসে ? # v -- রসিকা। চলবার ভাবনা কি ভাই, আমার যে এক