পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १२ ) ই, এই যে “ ১২৫২ সালে, ৩ রা মাঘ, বিমলাপুরের কমল স্যায়ালঙ্কারের কন্যাকে আমিই বে করেছি” কুঁ, দেখেছ? লেখাপড়া রাখা ভাল, মনে করে কতো রাখা যায়? লেখা ছিল এইতো মনে হলো, নৈলে কি হতো ? যাই, এখন সেখানেই যাই ; কিন্তু সে বামণ বামণ-পণ্ডিত, কিছু দিতে পারে এমন বোধ হয় না ভাল, ব্রাহ্মণীর কাটন কাটাও কি কিছু নেই? দেখে আসিনে কেন? কিন্তু যদি বাবাজীর মত আমারও কন্যা হয়ে থাকে, তবেইতে বিভ্ৰাট । (কিঞ্চিদগমন করিয়া) কোন পথটা দে যাব, কাহাকেও যে দেখিতে পাইন, জিজ্ঞাসা করি কাকে ? [উত্তম মুখোপাধ্যায়ের প্রবেশ] (প্রকাশে) ওহে, কে হঁ। তুমি, বিমলাপুরে কোন পথে যাব, বলিতে পার ? উত্তম। বিমলাপুরে যাবেন? আমার সঙ্গে আসুন। আপনি বিমলাপুরে কার বাড়িতে যাবেন? বিবাহ। কমল দ্যায়ালঙ্কারের বাড়ি । উত্তম। তথায় কি প্রয়োজন ? বিবাহ। আমি তাহার কস্তাকে বিবাহ করিয়াছি, তাই একবার তত্ত্ব বৃত্তান্ত করিতে যাই। উত্তম। মহাশয়ের নাম কি ? বিবাহ। আমার নাম শ্ৰী বিবাহবণিক মুখোপাধ্যায় ।