পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণকর্ণামৃতং । । ২১৫ নৈবৈবং বিবদমহে নচ বয়ং দেব প্রিয়ং ক্রমহে ত্বয়া সহ ন বিবদমহে। নচ তব প্রিয়ং ক্রমহে। অসদ গুণtধ্যারোপেণ ত্বাং ন স্তৌমি কিন্তু সত্যমেব ক্ৰমহে । যৎ যতো যা রমনীয়তাপরিণতি স ত্বযোব । স্বীয়রাজ্যে বদ্ধত্রতও সহস্র ২ থাকুন কিন্তু আমরা নিৰ্ব্বৈর ভাবে বলিব যে, সত্য সত্যই “হে কৃষ্ণ ! আপনাতেই রম যদুনন্দনঠাকুরের পদ্য। আমার কবিত্বগণ, অসদগণ অধ্যাসন, পূর্বে অতি সঙ্কো চিত ছিল। ইদানী তোমার স্থানে, গেল হৈল ফুল্লমনে, অসহজ অনন্ত বর্ণিল ॥ জনমে চাপল্য জানি, মানি ছিল মোর বাণী, এবে অতি প্রফুল্ল হইলা । এতেক কহিতে কাছে, দেখে গোপনারী আছে, তাহাতেই কহিতে লাগিলা ॥ কেবল বরাক বাণী, জন্ম ধন্য হৈল জানি, ইহা নহে শুন কহি অরে। কিন্তু গুণরূপ রাগ, অতিশয় পূর্ণভাগ, গোপী জন্ম ধন্য ধন্য সার ॥ - কৃষ্ণ কহে গোপীগণ, নিজ নিজ পতিমন, তাতে জন্ম সফল তাহার । তেঁহো কহে তাহা কহি, পূৰ্ব্বে তুয়া নাহি পাই, পতি কোলে দেহ ত্যাগ যার ॥ তোমার বিষয়ে প্রেম, যৈছে দশবাণ হেম, তাতে তার নম্র অনুক্ষণ । তে কারণে মুচঞ্চল, ত্যক্ত লজ্জা সুবিহ্বল৷ র্তেই জন্ম ধন্য গোপীগণ ॥ * এই কালে বৎস দেখি, সমিৎকারে ঝরে অখি, কহে এই কৈশার বয়স। ইহার সফল জন্ম, তব স্থানে স্থিতি মৰ্ম্ম, কাম মদে স্ফীত অহৰ্নিশ ।