পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। প্রভাতে সূর্য উঠিবামাত্র লক্ষ লক্ষ ব্রাহ্মণ স্বস্তি বাচন করিলেন, চতুর্দিকে আসন সকল বিস্তৃত হইল। অন্যদিকে রাও পথ সকল জলসিক্ত হইল, পতাকা সকল উডডীয়মান হইল। কলকণ্ঠী নর্তকীগণ শােভন অলঙ্কারে শােভিত হইয়া অন্তঃপুরের দ্বিতীয় কক্ষাতে অবস্থান করিতে লাগিল। মহারাজের অন্তঃপুর অঙ্গনে শত শত শোৰ্য্যসম্পন্ন যোদ্ধা পরিস্কৃত বসন পরিধান পূৰ্ব্বক সন্নদ্ধ হইয়। কটিতটে দীর্ঘ অসি বন্ধন করিয়া পদচারণ করিতে লাগিল। অযােধ্যায় সমস্ত দেবালয়ে ও চৈত্যক্ষ সমীপে পূজার উপকরণ ও ভক্ষদ্রব্য লইয়া সহস্র সহস্র লােক অপেক্ষা করিতে লাগিল। | পূর্ব দিনে রাজা দশরথ মন্ত্রকে রাম আনয়নে পাঠাইয়া ছেন। রাজা কৈলাস শৃঙ্গ সদৃশ নিজ প্রাসাদোপরি উপবিষ্ট । পূৰ্ব্ব দেশীয়, পশ্চিম দেশীয়, উত্তর দেশীয় ও দক্ষিণ দেশীয় আর্যজাতীয় ও ম্লেচ্ছ জাতীয় বহু মহীপাল এবং বহু পাৰ্বতীয় রাজা, মহারাজ দশরথের সন্নিকটে সমাসীন। পিতৃদর্শনাকাঙ্ক্ষী রঘুনন্দন রাম সুমন্ত্রের সহিত উন্নত পিতৃ প্রসাদে আরােহণ করলেন। যে সমস্ত গুণ সকলেই আকাঙ্ক্ষা করে কিন্তু লাভ করিতে পারে না, সেই সমস্ত গুণ দ্বারা রঘুনাথ ভূষিত ছিলেন। লােককে অগ্রে মধুর বাক্যে সম্ভাষণ করা কত সুন্দর এবং কাহারও