পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। বলিয়াছিলেন “দিব্যন্তরীক্ষে ভূমৌচ ঘরমুৎপাতজং ভয়” স্বর্গে অন্তরীক্ষে ও পৃথিবীতে ঘােরতর কয়ঙ্কর উৎপাত পরিদৃশ্যমান হইতেছে। আমার শরীর ও জরাকর্তৃক আক্রান্ত হইতেছে, মাভিষেকের বিলম্ব করা কিছুতেই কর্তব্য নহে। চৈত্র মাস। “চৈত্রঃ শ্ৰমানং মাস: পুণ্যঃ পুষ্পিতকাননঃ”। এই মাস অতি রমণীয়। সকল পুষ্পবৃক্ষই এই মাসে পুষ্পিত হয়। এই মাস সমস্ত পুণ্যকৰ্ম্মানুষ্ঠানে অতি প্রশস্ত। যৌবরাজ্যাভিষেকের সমস্ত উপকরণ সংগৃহীত হইল। রাজার অগ্নিহােত্র-গৃহে, সুবর্ণ, রত্ন, ওষধী শ্বেতমাল্য, ঘৃত, মধু, লাজ, সদ্যোজাত বস্ত্র, চমর পুচ্ছ নিৰ্ম্মিত দুইটি ব্যজন, একশত বর্ণ নিৰ্ম্মিত ঘট, অখণ্ড ব্যাঘ্ৰ চৰ্ম্ম যথাযােগ্য স্থানে উপস্থিত হইল । রথ, ধ্বজা, ছত্র, আয়ুধ, চতুরঙ্গ সৈন্য, শুভলক্ষণাক্রান্ত ঐরাবত বংশােদ্ভব একটি চতুর্দন্ত মাতঙ্গ আনয়ন করা হইল। অন্তঃপুর ও নগরদ্বার চন্দন চর্চিত হইল, মাল্যদ্বারা সুশােভিত এবং ঘ্রাণ-মনােহর ধূপ দ্বারা সুবাসিত হইল। লক্ষ ব্রাহ্মণ পৰ্যাপ্ত পরিমাণে ভােজন করিতে পারেন এইরূপ অন্ন ক্ষীর দধি প্রস্তুত রহিল। চন্দ্র পুনৰ্ব্ব নক্ষত্র হইতে পুষ্যা নক্ষত্রে গমন করিয়াছেন-~-বড় শুভ মুহূৰ্ত্ত আসিয়াছে,