পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ১৩ সত্য সত্যই ভালবাসিত। কিন্তু সে ভালবাসা প্রবৃত্তিমূলক, নিবৃত্তিমূলক নহে। রাজা ইহাতেই মুগ্ধ হইয়াছিলেন। রাজা দশরথ রামের অভ্যুদয় অন্য মন্ত্রীদিগকে আদেশ করিয়া অন্তঃপুরে অগ্রে কৈকেয়ীর ভবনে আসিতেছেন। দশরথের সংশয়াকুল মন তাঁহাকে নানা আশঙ্কা দেখাইল। “কিন্তু আজ এরূপ দেখিতেছি কেন ? ‘যা পুরা মন্দিরং তস্যাঃ প্রবিষ্টে ময়ি শােভনা। হসী মামুপায়াতি সা কিং নৈবদ্য দৃশ্যতে।। একি! যে সৰ্ব্বদা আমার জন্য সাজিয়া থাকিত, মন্দির দ্বারে প্রবেশ করিবামাত্র যে হাসিতে হাসিতে ছুটিয়া আসিত, হাসিতে হাসিতে আমার হাত ধরিয়া গৃহে লইয়া যাইত, আজ তাহাকে দেখিতে পাই না কেন? রাজা দশরথ কৈকেয়ীর ভালবাসার মুগ্ধ হইয়াছিলেন ; “হসন্তী মামুপায়াতি ইহাতেই প্রবৃত্তিমূলক ভালবাসার জলন্ত বাহিরের ছবি উঠিয়াছে। মন্থরা প্রাণে বিষ | ঢালিল-রাজা প্রতারণা করিয়াছে। প্রবৃত্তিমূলক ভালবাসায় সব সয়, প্রতারণা সম্বনা। কিন্তু প্রকৃত ভালবাসায় কিছুতেই দৃষ্টি থাকে না। তুমি যাহাই কেন কর না, আমি তােমাই। তােমার ক্লেশ আমি কিছুতেই সহিতে পারি না। এ ভালবাসা কৈকেয়ীর ছিল না। কৈকেয়ী অন্যরূপ হইয়া গেল আর শােভনা নাই, আর হাস্যময়ী ।