পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। —•••••~==.. • • -----


মহত্তর ধর্গাচরণ আর নাই ; আমি প্রাণ পর্যন্ত পণ করিয়া ও যাহাতে পিতার প্রিয় কার্য করিতে পারি তাহাই করিব। পিতা আমাকে বলিলেন না, আমি আপনার আদেশেই চতুর্দশ বর্ষকাল জটাধারী, ও চীরপরিয়ী হইয়া বনে বাস করিব । আমা হইতে পিতার ক্লেশ হইতেছে ইহা ভাবিয়াও আমি যেন শূল দ্বারা বিদ্ধ হইতেছি। পিতার বাক্যে আমার অকরণীয় কি আছে ? আনি নিজের প্রাণত্যাগেও ক্ষণকালের ৯ন্য কুষ্ঠিত নহি ; এমন কি | “সীতাং তাক্ষ্যেহথ কৌশল্যাং রাজাঞ্চাপি তাজম্যিহম্। সীতা বা কৌশল্যা বা রাজ্য পিতৃবাক্যে আমি সমস্তই পরিত্যাগ করিব। রামের প্রতিজ্ঞা শুনিয়া রাজা চীৎকার করিয়া দিয়া উঠিলেন। পরক্ষণেই সংজ্ঞাশূন্য হইয়া পড়িলেন। রাম সংজ্ঞাবিহীন পিতাকে প্রণাম করিলেন, মাতাকে প্রণাম করিলেন। তখন রাম পিতামাতাকে প্রদক্ষিণ করিলেন এবং অন্তঃপুর হইতে বাহির হইলেন। মধ্যপথে আভিষেচনিক দ্রব্য-রাম সেই সকল দ্রব্যের প্রতি দৃষ্টিপাত না করিয়া ধীরে ধীরে যাইতে লাগিলেন। রাম যাইবার সময় বলিয়া গেলেন অদ্যই আমি মাতার অনুমতি লইয়া এবং সীতাকে অনুনয় করিয়া দণ্ডকারণ্যে গমন করিব।