বিষয়বস্তুতে চলুন

পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৪৩ কৈকেয়ী। ১- -... • = =. .... ... . সমার্থ সামন্তসহ কোন রাজাও ত আগমন করিলেন না। আজ তােমায় রাজলক্ষ্ম আশ্রয় করিবেন, তুমি আজ এত বিষন্ন কেন? বার! কোন ভৃত্যকে প্রিয়দর্শন ভদ্রাসন গ্রহণ করিয়া তােমার অনুগমন করিতে দেখিতেছি না কেন ? সীতা বহু কথা কহিলেন। রাম হাসিয়া উত্তর করিলেন, “পিতা আমাকে দণ্ডকারণ্যের রাজত্ব দিয়াছেন। ভামিনি! আমি শীঘ্র সেই রাজ্য পালন জন্য গমন করিতেছি । আমি ঋদ্যই যাইব। তুমি সৰ্ব্বদা তােমার শাশুড়ীর নিকটে থাকিবে, আমার জননার তুমি শুশ্রুষা করি ও, আর ভরতের নিকট আমার প্রশংসা করিও না। সীতা গ্রামের বাক্য শুনিয়া ভীত হইয়াছেন। বনবাসের কারণ জিজ্ঞাসা করিলেন--রাম যথাযথ উত্তর প্রদান করিয়া বলিলেন, আমি শীঘ্রই গমন করিব। মৈথিলি ! তুমি আর কোন বিন্ন করিও না। সীতা রামবাক্য শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন “অহং অগ্রে গমিষ্যামি বনং পশ্চাং ত্বমেব্যস” আমি অগ্ৰেই যাইব তুমি পশ্চাৎ আসিও। হে সীতাপতি! আমায় ফেলিয়া তােমার যাওয়া কি উচিত? আজকালকার দিনেও আদরিণী স্ত্রী স্বামীর স্থানান্তরে যাইবার কথা শুনিয়া অগ্ৰেই কাপড়-চোপড় গ্রহণ করিয়া একবারেই স্থানান্তর গমনে যেমন অগ্রবর্তিনী হন সীতাও যেন সেইরূপ করিলেন। প্রিয়বাদিনী প্রিয়াকে নিরস্ত করিবার