বিষয়বস্তুতে চলুন

পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

| কৈকেয়ী। -aul - = .


- --. .. সীতা রূমের পদধৗত করিলেন, সীতার এই ব্যবহার দেখিয়া অনেক ভামিনী হাস্য করিবেন। স্বামীকে প্রণাম করিতে বলিলে অনেকে হাসিয়াই অস্থির; অনেক পুত্র পিতামাতা প্রভৃতিকে প্রণাম করিতে পারেন না, তাহাদের লজ্জা পায়। কিন্তু স্বামী, পিতা, মাতা, গুরু প্রতি গুরুজনকে অজ্ঞা করিতে, তাহাদিগকে কঠিন কথা বলিতে, লজ্জা পায় না। ভক্তির কার্য্য করিতে লজ্জা করে, অভক্তির কাৰ্য্য করিতে, পাপের কাৰ্য্য করিতে, লক্ষ। আইসে না। হরি হবি! কি ছিল কি হইয়াছে ! যাহার প্রয়ােজন ধর্মকর্মের জন্য, যিনি সহধর্মিণী, তার প্রয়ােজন শুধু ইন্দ্রিয়ারাম জন্য, শুধু ক্ষণিক বিলাসের জন্য! ধন্য কাল, ধন্য সভ্যতা। সীতা কিন্তু পদধৌত করিয়া দিতে লজ্জা বােধ করেন নাই ; বড় ভক্তিভরে নারায়ণের পদধৌত করিয়া দিলেন। স্বামীকে বিবর্ণবদন দেখিয়া, স্বামীকে শােকসন্তপ্ত দেখিয়া জিজ্ঞাসা করিলেন ‘দেব! অদ্য পুষ্যানক্ষত্র সমন্বিত বৃহস্পতিবার, আজ না তােমার অভিষেক? এই হর্ষসময়ে তােমায় এরূপ দেখিতেছি কেন? তােমার সঙ্গে কোন সৈন্যসামন্ত নাই, মস্তকে শ্বেতচ্ছত্র নাই, কোন বাদাদি ও বাজিতেছে না; তুমি কোথায় গিয়াছিলে? কোথা হইতে আসিলে ? কেন আজ তােমার রাজবেশ নাই ? তােমার কিরীটাদি রাজাভরণ কেন দেখিতেছি না; তােমার