পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৪৪ কৈকেয়ী। ------...........। ছড়াইতেছিল, এক কথায় প্রকৃতি যেন অভিষেক উৎসবে আত্মহারা হইয়া সৌন্দর্যের ভাণ্ডার খুলিতেছিল। কিন্তু খুলিতে খুলিতে আর গুলিতে পারিল না, প্রভাত-কাল সুন্দর হইয়া উঠিতে উঠিতে আর উঠিল না। কুঙ্কুমবর্ণের মেঘ কাল হইয়া গেল, মলয় প্রচণ্ডভাবে হুতাশধ্বনি করিয়া বহিতে লাগিল, পাখীর স্বর কর্কশ হইয়া গেল, ফুল ফুটিতে গিয়া আপন বৃন্তে শ্লথ হইয়া পড়িল। অযোধ্যাবাসী দেখিল রাম, সীতা ও লক্ষ্মণ সঙ্গে পদব্রজে রাজপথে! লােকে যাহা শুনিয়াছিল এখন তাহা সত্য বলিয়া বুঝিল। সাথে বাদ পড়ল, আনন্দ নিরানন্দে পরিণত হইল, অমিয়া সাগরে স্নান করিতে গিয়া সকলই গরল হইয়া গেল। অভিষেকের দিনে রাজকুমারগণের অবস্থা দেখিয়া বুক ভাঙ্গিয়া যাইতেছিল। সর্বাপেক্ষা জনকনন্দিনীর দৃশ্যে লােকে অসম্বরণ করিতে পারিতেছিল না। ভ্রিলােক-সুন্দরী মা জানকী! বয়স অষ্টাদশ বৎসর। “পুংভিঃ কদাচিদৃষ্টা বা জানকী লােকসুন্দরী” পুরুষে কদাচিৎ ইহাকে দেখিয়াছে কিনা বলা যায় না। এই অসূর্য্যম্পশ্যরূপা আজ লােকসমূহ মধ্যে অনাবৃতভাবে আসিতেছেন। সঙ্গে পতি ও দেবর। আর সর্বলােকসুর প্রভু অজ গজাদিবর্জিত। নিৰ্ম্মল মুখে বিষাদের ছায়া পড়িয়াছে। সীতা ও লক্ষ্মণের দিকে রঘু-রামচন্দ্র এক এক বার ফিরিয়া দেখিতেছিলেন, চক্ষু