পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৫৬ কৈকেয়ী। রাজার বড় আদরের মহিষীকে দেখিয়া লােকে সাপ বাঘের মত ভয় করে। কৰ্ম্মের পূর্বে যদি বিচার থাকে তবে মানুষ বহু দুঃখ এড়াইতে পারে। কৈকেয়ীর সে বিচার ছিল না। রাম প্রণাম করিয়া বললেন মা, আমরা ত আসিলাম, কৈ পিতা ত কিছুই বলিলেন না। কৈকেয়ী বসিয়াছি সহসা উখিত হইল, আপন স্বহস্তে রামকে চীখণ্ড প্রদান করিল। রাম রাজবেশ ত্যাগ করিলেন, পীতধটী ত্যাগ করিলেন, উত্তরীয় ত্যাগ করিলেন, কর্ণের কুণ্ডল ত্যাগ করিলেন, অন্যান্য অলঙ্কার খুলিয়া ফেলিলেন, পরিলেন চীরখণ্ড। যাহারা দেখিল তাহাদের হৃদয় বিদীর্ণ হইতেছিল। কিন্তু কৈকেয়ী পাষাণ দিয়া বুক বাঁধিয়াছে কৈকেরীর ইহাতেও হইল না, কৈকেয়ী লক্ষ্মণকে চীরবসন দিল, লক্ষ্মণকেও রাজবেশ ছাড়াইল। আরও বাকী আছে---পাষাণী বধূর হস্তে চীর বস্ত্র দিল, রাম লক্ষ্মণ কাঙ্গালের বেশ ধারণ করিয়াছেন কিন্তু সীতা? সীত। জানেন না কেমন করিয়া চীরবসন পরিতে হইবে। | সীতা-কনকলতা---সুকুমারী রাজকুমারী যাহার চরণতল বিনা অলক্তে রঞ্জিত থাকিত, যাহার অক্ষি বিন কারণে মৃগশাবকের মত লােকের পানে মুগ্ধদৃষ্টি করিত, যাহার অধরােষ্ঠ আপনা আপনি রক্তবিশ্ব মত সুন্দর শােভা পাইত, যাহার মুখমণ্ডল সৰ্ব্বদা রাম-সাধভরা-মত মনে