পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to কৌতুক নাট্য । স্ত্রী। এই—অভিনয় করার পক্ষে আকারেই একটু বড় হয়েছে। ব্রজ । শালী ঠাকরুণ, তোমার কথার উপর আমার কথা নেই, তবে এটা কিনা হিসাবের কথা, আমি বেশ বলছি অভিনয় করতে গেলে পাচ ঘণ্টার বেশী কখনই লাগবে না, তাহলে বইখান ত আর বড় হতে পারে ন৷ ৷ 鬱 নবীন। সে কথা তবে যাক। খবরের কাগজ ওয়ালারা কি বলছে ? ব্রজ। খবরের কাগজ ! তাদের মতৰ মিথ্যাবাদী, হিংসুক, নিন্দুক, বদমাইস, ধৰ্ম্ম-বুদ্ধিহীন—যাক আমি যদি* তাদের কাগজ পড়িলে । নবীন। সেটা বুদ্ধিমানের কাজ কর-তারা যে রকম কঠোর গালগালি দেয় তাতে তোমার মন্ত কোমল হৃদয় লোকের বিশেষ কষ্ট পাবার সস্তাবনা ৷ রাখাল। কিন্তু লেখক হতে গেলে সে নিন্দ শোনাটাও দরকার। ব্রজ। তা যদি বল, তা হলে যার বন্ধু আছে তার খবরের কাগজ পড়ার কিছুমাত্র আবখ্যক নেই। আর নবীন তুমি যে ভায়া মনে কর, খবরের কাগজের নিষ্ট্ৰেতে আমি চটে খাব, তেমন পাত্র আমাকে পাওনি। জঘ খবরের কাগজের প্রশংসার চেয়ে নিন্দাই ভাল । রাখাল। ত ঠিক । সে দিন ঐ কাগজটা তোমাকে কি গালটাই fদয়েছে। ব্রজ । কি রকম ? নবীন। হ্যা সত্যি, সে কি যাচ্ছেতাই রকম গtলাগালি ! ব্রজ। (কষ্ট শ্রষ্ঠে হাসিয়া) বেশ বেশ-বড় নাকি বয়ে গেল ! নবীন। - বাস্তবিক—তাদের ঝালঝাড় দেখলে হাসিই পায় ! ব্রজ। তবু কি বলেছে শুনি ? নবীন। রাধাগ, তোমার মনে আছে হে? ব্রজ দেখছি ভারী উংস্নক