পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরহ বেদন । QQ মতি । এইমাত্র ? ভাই বল বল এইমাত্র কি ?—সেত ভাল আছে ? সুখে আছে, সখী ? সে সুখে আছে জানলে আমি নিশ্চিস্ত হয়ে মরতে পারি। তার কথা শোনার জন্য যে আমি হা প্রত্যাশ করে আছি সে চাদ আমি যে চাতক— মা । বল চকোর ! মতি । হা তা জানি ; সে চাদ আমি যে চকোর-—সে জল আমি যে মান—একটি গান রচনা করেছি শুনবে-- হtয় । এমনে দিনে - কোথায় প্রেয়সি ওলো ঈদয়হীলে, তোমার বিরহানলে –ঙ্গদি প্রাণ গেল দলে মীন যেন সরোবরে—সলিল বিনে । মা । তাইত ! এটা খবরের কাগজে বের করতেই হচ্ছে । মতি । ত ভাই তোমরা যা হয় কোরো, কিন্তু আগে প্রাণপ্রিয়ার কাছে নিয়ে গিয়ে আমার দুঃখ তাকে দেখাও, আমার হৃদয় স্বশীতল করে। কি বলছিলে মাধব, তার কথা কি বলছিলে ? মা । আমি বলছিলুম—সে ভালও আছে, মুখেও আছে ; তার জদ্যে কোন ভাবনা নেই। আমি যখন গাড়ী করে এখানে আসছি দেখলুম তাদের বাগানে সে ছুটোছুটি কবে খেলে বেড়াচ্ছে । মতি । কি বলে মাপব ? সত্যি সত্যি ? সে ছুটোছুটি করে খেলে বেড়াচ্ছে ? অামি সেখানে নেই, আমাহর হয়ে ও সে হেসে খেলে আমোদ করে বেড়াচ্ছে ? সত্যিই কি তুমি আমাকে একথা বিশ্বাস করতে চাও ? আমার গুলো যে লিখেছেন নলিনী আমার বিরহে আহার নিদ্রা ত্যাগ করেছে ! হায়! রমণী ভূজঙ্গিনী প্রায় !