পাতা:কৌত্তক বিলাস.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । > t কেব৷ আছে নিরানন্দ । আমি হেন ৰূপবতী মম পতি অন্ধ বিধাঠা বঞ্চিল মোরে সদাই অসুখ। লজ্জয় কাহারে সই না দেখাই মুখ ॥ বেশভূষা আভরণ হয়ে ছি বজন । নলেন দশনে অন্ধে কোন প্রয়োজন । অন্য রামা বলে অন্ধ বিধির লিখন । আমার সমান দদুঃখি ন। দেখি কথন। কুণ্ডে কুক্কুণ্ডে পতি মুদ্রত মুরুতি। দেখিয়া আকার তার অঙ্গ দহে অতি ॥হেলে দুলে চলে পথে হেরে হাসি পায়। কোচরে ভবিল করি সর্বদ বেড়ায় ৷ বসন আচ্ছাদি যদি চাটে বৈসে থাকে। তর মুচ ব্যাপারি তাকে বোধ করে লোকে ৷ রতিরল সে প্রসঙ্গ ভঙ্গ সেই কাজে । মরি মোন দুঃখে কথা নাহি কহি লাজে। বিধির বদনে চাই কি বলাই তাই । রসিক সুজন পেলে তার সঙ্গে যাই ৷ এই ৰূপ গোদ খোড়া হব; বোব। আদি ৷ সকলের নারী খেদ করে মরে কন্দি ৷ তাহাদের খেদ শুনি এক রাম বলে । কান্দিলে কি হবে মই যা আছে কপালে। তোমা সব সৈতে তবে আমি সুখিমানি। যুবক আমার কান্ত মুখে, মিষ্ট বাণুী। পরম পণ্ডিত কবি বিদ্যার সাগর। ধনে মানে কুলে শীলে আমার নাগর। স্বাদ রস কাব্য রস রসরতি অর। এসকল রঙ্গরস মুখাণ্ডে তাহার। কতমত কথা কঙ্গে করিলে শুবণ। সৰ্ব্বদুখ দূরে থায় হয় হৃষ্টমন তাহার শুনিয়া বাণী যত নারীগণ । এোধিত হইয়। ঘরে