পাতা:কৌত্তক বিলাস.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 9 কৌত্তক বিলাস। . যায় সৰ্ব্বজন । যায়২ ফিরে চায় ভাসে অঞজলে। মন চুরি কৈল রায় অপাঙ্গের ছলে ॥ রাজকৃষ্ণচন্দ্রের কথা অপুৰ্ব্ব প্রকাশ। ঐশ্যাম কহিল কাব্য কৌত্তক বিলাস। রাজার আপন বটীতে গমন । পয়ার । এইৰূপে নানারঙ্গে প্রেম অলাপনে । রজনী ঘঞ্চিল রায় নারীগণ সনে ৷ প্রাতঃকালে উঠি বর বাসর হইতে । চলিলন বৃদ্ধ রাজা বৈসে যে স্থানেতে ৷ পিত। রে প্রণাম করি ডাণ্ডাইল রায় । হেনকালে নারীগণ সম্বাদ পাঠায় ৷ শয্যা তোলনীর টাকা দেও এইক্ষণে। ছলে হইবে দুঃখ সবাকার মনে ॥ শুনি রাজ রঘুরাম চ{স করি কয় । ইহার কারণ কেন করিতেছ ভয় । রাজা জিজ্ঞাসিল পরে জানিতে কারণ। বাসরে জাগিয়। foল নরী কয় জন৷ কৃষ্ণচন্দ্র বলে আমি বরি অনুমান৷ এক শত নারী ছিল মম বিদ্যমান ৷ শুনি হরষিত রাজ। মুদ্র করে দান । জনে শতং স্বর্ণ মুদ্র পান। ব’ল্যাণ করিয়া পরে ঘরে সবে যায়। হেনকালে রঘুরাম মাগিছে বিদায় । কঙ্গে কুণ্ডিকা আদি হইবে করিতে বিদায় বরকে ভাই মোরে অচিরাতে ৷ হাসি দ্বিজ বলে বল এ আর কেমন । দরিদ্র পাইলে নিধি না করে বর্জন এই স্থানে কুণ্ডিকা করিয়। পুরণ। পরেতে গৃহেতে মত শুনকে রাজন । রাজ বলে একথা অপ্রথা মনে হয় । গুচে গিরা কুমণ্ডিকা হইবে নিশ্চয়। দ্বিজ বলে মহারাজ