পাতা:কৌত্তক বিলাস.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেীৰ্ত্তক বিলাস । 이 যে অজ্ঞ তে্যুমারি । আনিল মেলানি ভার আর নমস্কা রি। কন্যারে জামাতাসনে লইয়া ব্রহ্মণী । অরণ বরণ করে চক্ষে বহে পানি। যথা শক্তি অনুসারে রাখিল সন্মান । কি করে ধনেতে ষার প্রিয় বাক্য দান । রাজার ইকুম পেয়ে যত খানেজাদ উঠিল বাজায়ে ভেরী করি ঘোর নাদ । পূৰ্ব্বমত শতই নহবত চলে। জয় ডঙ্ক রায় বাশ বাজে আগুদলে। দামাম। দগড় তুরি কাড়ব । ঢোল। বঁশি কাশি শতং সুমধুর বোল । সানাই ভে। ড়ঙ্গ বিনা রামসিঙ্গ বাজে । নকিব ফুকারে সদা জয় মহারাজে ॥ চত্তদেৰ্শলে কৃষ্ণচন্দ্র করি আরোহণ। মঙ্গ পায়াপরে পহ্মা বসিল তখন । রেসেল চলিল সবে বাহিয়া বাহিনী। কতক্ষণে নিকেতনে গেল নৃপমণি ॥ ঘরে গিয়া হুলাহুলি জয় রব করে । রাণী আসি পুত্র বধু উভয়েরে বরে। রাজা কৃষ্ণচন্দ্রের কথা অপূৰ্ব্ব প্রকাশ। খ্ৰীশ্যাম কহিছে কাব্য কৌত্তক বিলাস ॥ রাণীর পুণ্ড ও বধুর বরণ । । পয়ার। হরষিতে রাজরাণী লয়ে এয়োগণ । পুঞ্জ বধু উভয়েরে করেন বরণ। পরেন্ধান্য খচি রাখি পদ্ধর মাথায় । জাতিতে কাটিছে তাহ। কৃষ্ণচন্দ্র রায় ৷ দুগ্ধেতে অলত্ত গুলি রাখিয়া পাতরে । ভাণ্ডাইল পদ্ধা বর্তী চেং মংস্য করে। পরে জর রব দিয়ে মঙ্গলাচরণ .বর কন্যা এক ঠাই বসিল দুজন ৷ কড়ি লয়ে হাতাহাতি