পাতা:কৌত্তক বিলাস.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ుతి কোত্তক বিলাস । . জিনিয়া অনেক দেশ শেষ রাজ পাটে । আসিয়া সম্বাদ করে রাজার নিকটে ৷ শুনি তারে আসিবারে দিলেন আদেশ । কি হেত্ত আইলে তত্ত জিজ্ঞাসেন শেষ । পণ্ডিত কহিছে আমি দ্রাবিড় নিবাসী । বিচারের আশা করি তব স্থানে আসি ৷ অঙ্গ বঙ্গ কলিঙ্গ সৌরাষ্ট, কাঞ্চিগারা। মগদ মথুরা মুরা কাশী ব্রজ আর হরি দ্বার কাংক্ষল হেংলাজ জালামুখী। নীলগিরিবিন্ধগিরি কেতরী কেসখী ৷৷ বত্রিকা কেদার আর নানা গুণি স্থানে জয়ী হয়n আসিয়াছি তোমার সদনে ॥ শুনি রাজা সমাদর করেন বিস্তর । নিরব হইল সব শুনি তাব স্বর। গভীর সাগর সম বচন প্রকাশ । রাজার সভাস্থ গণে মনে পায় ত্ৰাস । প্রকারে জিনিল সভা অার সভাজন । অপ রুদ্ধ হয়ে ভূপ ভাবে মনে মন। কহিলেন পণ্ডিতেরে ৰাসায় যাইতে । বিচার হইবে কল্য তোমার সহিতে ॥ এতেক কহিল যদি রাজ্যের ঈশ্বর । তুষ্টহয়ে বাসায় চলি ল দ্বিজবর ৷ পারিষদ লয়ে রাজা ভাবে অনিবার। কি ৰূপে কুইব জয়ী করিয়া বিচার । জীবের সমান জীব দ্বিজের নন্দন । কারসাধ্য জিনে আর না দেখি এমন । শ্ৰীশ্যামাচরণ বলে শুনহে ভূপতি। গোপাল নহিলে ইথে নাহি অব্যাহতি ।