পাতা:কৌত্তক বিলাস.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোত্তক বিলাস । وع (يا প্ৰতগতি যেতে হবে তোমারে জিনিয়ে ৷ সৰ্ব্ব শাস্ত্রে বি ষারদ শুনেছি আপনি । কেমন বিচার কর যাব ত:হ। শুনি । বিলম্ব নাহিক সয় আছে ছাত্রগণ । চাতকের প্রায় করে পথ নিরীক্ষণ । আমি গিয়া বেদ আদি দরশন ছয় । পড়াইলে তবে তাহদের তৃপ্তি হয় ৷ রাজা কৃষ্ণচন্দ্রে নিত্যং পাঠ চাই । বেদান্ত করিল অন্তঃ এমনি পড়াই ৷ পণ্ডিত কহিছে তুমি কোন শাস্ত্র জান । গোপাল কহিছে আমি সকলে প্রধান । চারি বেদ ভেদ ষড় দরশন আর । চত্তদশ শাস্ত্র ধৰ্ম্ম মুখাগে আমার । অষ্টাদশ পুরাণোপ পুরাণ কে ধরে । চতুঃ যষ্টি তন্ত্র মন্ত্র জিঃ স্ত্র পরে। বড়াই ন করি দ্বিজ না ভাবিহু দ্বেষ । বিচার হইলে পরে জানিবে বিশেষ । শুনিয়। ভাবিছে দ্বিজ এই সে কারণ । বড়ই পণ্ডিত বলে পাঠালে। রাজন । গোপাল কহিছে দ্বিজ করছে বিচার । দ্বিজ কহে ক্ষণেক বিল কর আর । মদন করেহি তৈল নাহি করি সুনি । কেমনে বিচারে বল পাইব কল্যাণ । গোপাল কহিছে তৈল ভিলকে সম্ভরে ৷ নতৈলং সাষপংতৈলং প্রুতিতে প্রভবে । শুনি দ্বিজ বলে প্রশু অঙ্গুে কহ তুমি । পুরিব অবশ্য যাহ। জ্ঞানে পাই আমি ৷ শ্ৰীশ্যাম কহিছে দ্বিজ এইবার দায় । কহিলে তাহার প্রশু উত্তর কে পায় ৷