পাতা:কৌত্তক বিলাস.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b*२ কেীৰ্ত্তক বিলাস । নিবেদন । এক বেষ্ট মোনা কাট করে জ্বালাতন ॥ আমার আশয়ে ফিরে ধরে কত বার। ফাঁকি দিয়ে আসিয়াছি গোচরে তাহার। বড়ই দুরন্ত সেই লম্পট ব্ৰাহ্মণ । আজি অৰ্দ্ধ রাত্রে তার হবে আগমন । শুনিয়া ব্ৰাহ্মণ কহে কেমন প্রকার। নারী বলে তাহরে ছাড়ান অতি ভীর । যদি মোরে যোরে ধরে করে বলৎ কার । কেমনে ধরম মম রক্ষা হবে আর আমরা দুজন বিনে নাহি প্রতিবাসী। দেখিবে যখন হবে অৰ্দ্ধ নিশি আসি সেইতো লম্পট শঠ ব্রাহ্মণ গোওয়ার। অামি পল৷ ইতে পাবে তোমায় ব্যাপার কামেতে আকুল তার কিবা ভালমন্দ বুঝিয়া করহ কৰ্ম্ম ইথে নাহি মন্দ ॥ শুনি শিহরিয়া দ্বিজ বলে কিবা করি । নারী বলে চল যাই ত্যজি এই পুরী। এই বেল ব্ৰত চল যেন সে ন৷ জানে। ইহা বলি দুইজনে চাল অন্য স্থানে ॥ নারীর করেতে বারি পার মাত্র রয়। ব্রাহ্মণের শিরে বোঝ। মোট বিপর্যয় ৷ দ্রুতগতি চলে তারা ত্যজি নিজ দেশ পশ্চৎ চলিনু আমি জানি সবিশেষ ॥ মনে ভৰি তার স্টতার গুণ। স্বদে কালি মুখে ভালি এমন বিগুণ যাহকুকোথায় যায় করিব নিশ্চয়। পরেতে হইল যাহ। শুন রসময় । দুই তিন ক্রোশ পথ করিয়া গমন । ৰি জের বাহ্যের বেগ ঘটিল তখন ৷ বসিল শোচেতে বিপ্র পগারের অাড়ে। ঐ ছলে সেই মোট আমি লই ।