বিষয়বস্তুতে চলুন

পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অসাবধান

আমায় যদি মনটি দেবে
দিয়ো, দিয়ো মন।
মনের মধ্যে ভাব্‌না কিন্তু
রেখো সারাক্ষণ।
খোলা আমার দুয়ারখানা,
ভোলা আমার প্রাণ,
কখন যে কার আনাগোনা-
নইকো সাবধান।
পথের ধারে বাড়ি আমার,
থাকি গানের ঝোঁকে-
বিদেশী সব পথিক এসে
যেথা-সেথাই ঢোকে।
ভাঙে কতক হারায় কতক
যা আছে মোর দামি,
এমনি ক’রে একে একে
সর্বস্বান্ত আমি।
আমায় যদি মনটি দেবে
দিয়ো, দিয়ো মন।
মনের মধ্যে ভাব্‌না কিন্তু
রেখো সারাক্ষণ।

১১০