পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আমায় যদি মনটি দেবে
নিষেধ তাহে নাই,
কিছুর তরে আমায় কিন্তু
কোরো না কেউ দায়ী।
ভুলে যদি শপথ ক’রে
বলি কিছু কবে,
সেটা পালন না করি তো
মাপ করিতেই হবে!
ফাগুন মাসে পূর্ণিমাতে
যে নিয়মটা চলে,
রাগ কোরো না চৈত্র মাসে
সেটা ভঙ্গ হলে।
কোনোদিন-বা পূজার সাজি
কুসুমে হয় ভরা,
কোনোদিন-বা শূন্য থাকে-
মিথ্যা সে দোষ ধরা।
আমায় যদি মনটি দেবে
নিষেধ তাহে নাই,
কিছুর তরে আমায় কিন্তু
কোনো না কেউ দায়ী॥

১১১