পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

যাত্রী

আছে, আছে স্থান।
একা তুমি, তোমার শুধু
একটি আঁটি ধান।
নাহয় হবে ঘেঁষাঘেঁষি,
এমন কিছু নয় সে বেশি,
নাহয় কিছু ভারী হবে
আমার তরীখান-
তাই বলে কি ফিরবে তুমি!!
আছে, আছে স্থান॥

এসো, এসো নায়ে।
ধুলা যদি থাকে কিছু
থাক্‌-না ধুলা পায়ে।
তনু তোমার তনুলতা,
চোখের কোণে চঞ্চলতা,
সজলনীল-জলদ-বরন
বসনখানি গায়ে::::তোমার তরে হবে গো ঠাই,
এসো এসো নায়ে॥

১১৮