পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ॉछ-मजडण նց Տ পরম ব্ৰহ্ম ভুক্ষি ভুঞ্জি জ্যোতিৰ্ম্ময়। তুদ্ধি ত পরম জ্ঞানী সত্য মহাশয় ॥ তপের বিধান তুদ্ধি তপস্বী আপনি । তোহ্মার তপস্তী সম নহে কোন মুনি ॥ নানা মতে স্ততি তার গুনিয়া তখন । সদয় হইআ মুনি বুলিলা বচন ॥ কোন বর চাহ শিশু কহত কারণ । আহ্মারে এথেক স্তুতি কর কি কারণ ॥ আজ্ঞা পাইয়া অংশুমান বোলে ধীরে ধীরে । ঘোড়া পাইলে যজ্ঞ সাঙ্গ করে নরবরে ॥ bూOO এ কথা শুনিয়া মুনি ৰভুহি সদয় । অশ্ব নিবারে আজ্ঞা কৈলা মহাশয় ॥ অশ্ব লৈয়া জীএ শিশু নাছি কোন ভয় । ইন্দ্রে হরিয়া অশ্ব আনিল এথাএ ॥ অশ্ব পাইয়া অংশুমান ৰোলে আরৰার । ষাটি সহস্র পুরুষের কেমতে উদ্ধার ॥ তোহ্মা শাপে ভস্ম হৈআ গেলেন অধপাতে । পরলোক নিস্তার তার হএ কোন মতে ॥ শুনিয়া ত মহামুনি বোলে সকরুণে । উদ্ধার হইব সব গঙ্গা দরশনে ॥ タ●● তিন পুরুষে গঙ্গা সেৰিবা একচিত্তে । ভগীরথ হোতে গঙ্গা আসিবেন পৃথিবীতে ॥ সেই গঙ্গাজলবিন্দু পরশ পাইয়া । ঘাটি সহস্র রথে জাইব দেবরূপী হৈয়া ॥