পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه له পিতামহের নাম দুর্গাদাস মিশ্র, পিতার নাম কালিদাস ও মাতার নাম বিধুমুখী। এই মাধৰ অল্প বয়সেই পিতৃহীন হন ও নানা শাস্ত্র পাঠ করিয়া ‘আচার্য্য’ উপাধি লাভ করেন। বঙ্গবাসী কাৰ্য্যালয় হইতে প্রকাশিত “শ্ৰীকৃষ্ণমঙ্গলের” সম্পাদক মহাশয় “প্রেমবিলাসের" বিবরণে বিশ্বাস স্থাপন না করিয়া বলিয়াছেন,— “চৈতন্যদেবের শ্বশুর সনাতন মিশ্র মিথিলা হইতৃে নবদ্বীপে উপনিবিষ্ট হন । এই বিখ্যাত বংশে পণ্ডিত-শিরোমণি জগদীশ তর্কালঙ্কারের জন্ম হয়। এই বংশের মাধব এবং ‘প্রেম-রত্নাকর ও ‘শ্ৰীকৃষ্ণমঙ্গলের রচয়িত মাধবের সহিত ত্যাগী মাধবের কোন সংস্রব নাই। মাধবাচাৰ্য্য পুরুষোত্তম ক্ষেত্রে গমন করির চৈতন্তদেবের কৃপা লাভ করেন। সেখানেই তাহার একখানি বৈষ্ণব-স্মৃতি রচনা করিবার অভিলাষ জন্মে। এই মাধবাচাৰ্য্যই ‘শ্ৰীকৃষ্ণমঙ্গলের রচয়িতা ৷ ইহঁার বংশীয় গোস্বামিগণ অদাপি ময়মনসিংহ জেলায় বাস করিতেছেন * * এই অবস্থায় ‘গঙ্গামঙ্গলের কবি মাধবাচার্য্যের স্বরূপ নির্ণয় কিছু দিহ বলিয়া প্রতিভাত হইবে, তাহ কিছু বিচিত্র নহে। সকলেই জানেন, কবিকঙ্কণের চওঁীকাব্য ভিন্ন বঙ্গসাহিত্যে আর একখানি চণ্ডীকাব্য বিশেষরূপে উল্লেখযোগ্য। উহার প্রকৃত নাম ‘দুর্গ-মাহাত্ম্য", কিন্তু সাধারণতঃ তাহ ‘জাগরণ’ নামেই পরিচিত। ‘গঙ্গামঙ্গলের মত উছার রচয়িতার নাম9 মাধবাচার্য্য ৷ ‘গঙ্গামঙ্গল” ও ‘জাগরণে যে গণেশ-বন্দন আছে, তাহার ভাষার সোসাদৃপ্ত দেখিলে পাঠকগণ নিশ্চয়ই আশ্চৰ্য্যাম্বিত হইবেন। পর পৃষ্ঠায় আমরা উক্ত बनानां डैछुड করিতেছি,—

  • ৰদঙ্গার লম্বন্ধ=বেদবাণী কাৰ্যালয় হইতে প্রকাশিত) ছন পৃষ্ঠা দ্রষ্টব্য।