পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ গঙ্গী-মঙ্গল প্রভুর আদেশ পাইয়া সেই পথে প্রবেশিয়া চলি জাএ বন্ধু পরিবারে। প্রবেশিলা বলি তথি হইয়া দুঃখমতি তমময় পুরী মহাঘোর। দেখিতে ন পাই পথ উদ্দেশে গতাগত নাগলোকে মণির উঝল ॥ এই ত পাতাল পুরে চলে বলি মহাসুরে দৈত্যগণ সঙ্গে নিজালয় । W380 শুনহ ভকত সৰ গায়ই মাধব । গঙ্গা-মঙ্গল রসময় ॥ পয়ার । প্রভুর আদেশে বলি চলিল পাতাল। আপনার নিজ সঙ্গে শত পরিবার। স্বর্গ ছাড়ি গেলা (বলি) পাতাল ভুবনে। পরম দুঃখিত সব হৈলা দৈত্যগণে ॥ নানা রত্ন মহাধন ভাণ্ডার অচল । অশ্ব রথ গজ ভূমি ছাড়িলা সকল। পরম সানন্দে বলি হইয়া অকিঞ্চন । চলিল পাতালপুরে ছাড়ি মহাধন ॥ অতল বিতল আদি সপ্ত পাতাল । তথাএ রহিল বলি হইঅা অধিকার ॥ や8@