পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tē কিম্ব জগংসিংহ-তিলেত্ত্বধার কথা ছেড়েই দাও, আমাদেরই দেশের বীর সুরেশ বিশ্বাস কি করেছিলেন ?—ত্ৰেজিলে একটা মেয়েকে বিপদ থেকে উদ্ধার করলেন, তারপর বিয়ের কথা মেম্বের পক্ষ থেকে আপমা হতেই এলে । এই সেদিন তো একখানা বইতে পড়ছিলাম যে, একখানা নেীকো উন্টে গেল। পাশের ইমার থেকে একজন ছোকরা ঋণপিয়ে পড়ে, একটী মেয়েকে উদ্ধার করে’ ষ্টীমারে তুললে । তারপর কৃভজ্ঞতার পালা শেষ হবার পর মেয়েটির সঙ্গেই হুলো তায় বিয়ে । ভাব দ্বিকিনি, এ কেমন একট। ব্যাপার। আর আমাদের সেই মামুলী প্রথা, দেখা নেই, খোলা নেই, কয় বিয়ে তে, করলাম বিশ্বে-=" হাসিলাম । তাহাকে বলিঙ্গাম, "তোর বীৰকে বলে মেয়েটকে একবার কেন দেখেই জায় না রমেম। গিরিডি তে এমন কিছু বেশী দুর নয়। মিষ্টারমিতরে জনা'র লোড়ে না হয় আমিও তোর সঙ্গে বেড়িয়ে জালি । হঠাৎ য়মেন বলিল, “তুমি সত্যি রাজি আছ সেখানে যেতে ? জামায় জলশ্বতির কোনও কারণ নাই স্তাহ। তাহাকে জানাইলাম । চায়ের পেয়ালাটা শেষ করিয়া লে বলিল, ‘সত্যি তুমি যদি যাও নীরোদ-গ, তা হ’লে আমার মাৰায় ছান্ত্রি মজার একটা প্ল্যান এলেছে।” খামি বিস্ময়ের স্বরে বলিলাম । “কি প্ল্যান রে, হরিদাসী বোল্গুনী-টোষ্টমী কিছু হবি না কি ? গান-টান গ্র্যাকটিসূ— তাহার প্লানটা শুনিতে হইল। ছেলেমামুণী বলিয়া উড়াইয়া দিত্তেছিলাম, কিন্তু তাংরি BBBBBBBD DBBB SBLSSSBBBSSSYSDDD0 S লে তো সেইদিনই রওনা জুইতে চাছিল, অনেক Astik [নবম বর্ষ কষ্টে তাহাক নিরস্ত করিয়া অবশেষে পরদিন শ্ৰীদূৰ্গা ৰলিয়ু গিরিডি রওনা হইলাম। পাশ্বলটাকে লইয়া কি ঝকমারি দেখ দেখি ? ছুই শাজি-পুথি দেখির আবশ্য ধাত্রা করি নাই, কিন্তু অদৃষ্টে ধে দুৰ্গতি আছে, তাহ বুঝিতে দেরী হইল না। রাঞ্জে আর থাকিবায় স্থান কোথায় পাইৰ, সেঞ্জস্থ স্তfকৰাঙলায় গিয়া উঠিলাম ; কিন্তু শুনিলাম তাছাতে স্থান নাই—দিন তিনেকের মধ্যে সেখানে আশ্রয় মিলিৰায় উপায় নাই। অবশেষে ক্টেশনের ওয়েটাং-গ্রুমে স্নাত কাটাইয়। ভোল্পবেল এক হিন্দুস্থানীয় মাঠকোঠার দ্বিতলে একখানি ঘর ঠিক করা গেল। স্নমেনের ভালীখণ্ডরের নাম এবং ঠিকানা অজানা ছিল না ; স্বতন্ত্রাং, আমাদের প্রাপ্ত প্ৰমণের অভিঘাম সেইদিকেই জয় করিলাম। খানিকট কম্পাউগু-ষের বেশ ছোট ৰাfড়টি । গেtটকিয়েক ইউক্যালিপ্টাস গাছ ছোট ফটকটার দুইদিক সোজা হুইয়া দাড়াইয়। আছে, তাঁরই ওপাশে গোটাঙ্কয়েক কল্পবীর ঝাড় এবং বিক্ষিপ্ত কয়েকটা শাল গাছ। ভাস্কারই ধাক দ্বির অদূরে যে একট। বালির চড়ার মৃত শেখ ধাইতেছিল, লেইটাই উত্ত नंौ ॥ একট। শুরকারীওয়ালা তাহার বোঝা নামাইয়াছে। একটা মেয়ে উদ্বাচলে করিয়া কতকগুলি আলু তুলিতেছে। রমেনের গা টিপিলাম । অম্বুমানে বুঝিলাম, ঐ মেয়েটাই রমেনের জারীবন্ধু । কেন, নিন্দা করিবার মত মেয়ে তো লয় । রংটা একটু ময়লা বটে, নাঙ্কটাও হয় তো খুব টিকালে লক্ষ্ম, কিন্তু চোখ দু’টি বেশ ভাষা ভাষা।