পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৫৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ, ১৩৪e ] ঢাল, স্বর্থ-লালসা বিলাস-ব্যপলে অভ্যপ্ত ছদ্মবেশী আভিজাত্যের ছায়। মূৰ্ত্তি । আজকের রাতে একজোট হয়ে তার দারিদ্রাকে উপহাস করে আনন্দ সঞ্চয় করতে চায় । তার চিত্ত বিতৃষ্ণায় বিরক্তিতে ভরে ওঠে। কোনরকমে দুটো ঘন্টার মামলা চুকে গেলে নিশ্চিন্দ্র । ছ’ঘণ্টাও সে বসে থাকতে পারে না —মীথ তার মুরে ওঠে । নীচুগলায় সে বলে—“জবি যাই ভাইমাথাটা কেমন করছে ! —“এ কি হ’ল তোর হঠাৎ । কষ্ট হচ্ছে না ঞ্চি y একটু বেশি না, আর ত হয়ে এল । নেহাত যদি না পাঞ্জিল, তবে ওঠ ।” অপূর্ণ ব্যস্ত হয়ে বলে—“না না, তোমরা উঠত্বে কেন ? আমি একাই যাই।” মজুত্র বলে--"সেও কি হয় ?” অপূর্ণ বলে—“ড়বে থাকৃ। জাৰি এই চেয়ারে মূtথ রেখে গুয়ে থাকি-কোনও কষ্ট হবে ឌុ (ៈ জঙ্গমা বলে-“ভাই শুনু, আমি এই স্কমাল দিয়ে বাতাস করি।” গুপুর্ণ বাধা দিয়ে বলে—“ন না, কি দরকার । এই স্ত বেশ পাখার হাওয়) অাছে।” বন্ধুত্র তার স্বামীকে বলে—“বাস্তবিকই যদি éর খুব কষ্ট হয়, তবে ওঠ ।” অপূর্ণ বলে—“ন, এমনি কেমন একটু মাথার ভেতর--এধুনি সেরে যাবে।” অঞ্চম বলে—“যন্ত্রণা হচ্ছে বুকি ? দেব মাথা টিপে " অপূর্ণ উদভ্ৰান্তভাবে বলে—“নান, কেন মিছে ব্যপ্ত হচ্ছেন ! কিছু করতে হবে না আপনাকে । আপনি দেখুন লা স্বচ্ছনে ?” মধুঞ্জ বলে—“দিকু না-লঙ্গ কিসের " অঞ্চনীর হাতখানা তার ললাট স্পর্শ করে। थश्चकौल्ले في نهائي স্বাক্স ৰাধা দেওয়া চলে না। সঙ্কোচে তাঁর শরীর আড়ষ্ট হয়ে আসে। সে ভাবে অপূৰ্ব্ব রহস্তময়ী এই নারী । তার শিরায় শিয়ায় এ কী উন্মাধন । রক্তে রক্তে এ কী চঞ্চলত্তা 1 অপরিচিত নারীর স্পর্শ তার চিত্তে কি আনন্দের প্রস্রবণ ঢেলে দিয়েছে ? তাই যদি হয়, তবে সে আনন্দ্বের পূর্ণপক্স এই মুহূর্ক্সে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাধু ! শতজনার সাক্ষাভে এই যে লক্ষাকর ঘুগু আজ তাকে নি:শঙ্কে মেনে নিতে হচ্ছে, তার যুগে ছিল এই অলিন্স-লিঙ্গাই ? মধুঞ্জয় উপরোধ স্ত অলtয়fসে সে এড়িখে চলে যেকে KBJ S kBB BB MBD KK BBB अत्णाञ्प्न ! এই প্রথম যেন সে আবিষ্কার করলে— পূর্বোপবিঞ্জ এই কিশোরীর অপূৰ্ব্ব গ্রুপ-লাবণ্য —সরল সংঙ্গ অভ্যর্থনা-মধুচ্ছদ বাণী—মন্ত্রমূখ স্কুজঙ্গের মত তাকে এগানে টেনে এনেছে । স্পর্শ পাবার এই আনন্দন্টুকু কল্পনা করেই হয় ত সে ওদের আহবানকে উপেক্ষা করতে পারে নি । ঠিক ! হে আকাক্ষা তার সম্পূর্ণ অগোচরে মনের গুলায় এভক্ষণ স্বপ্ন ছিল—লারীর স্পর্শে চেতন৷ পেয়ে এইমাত্র সে যেন জেগে উঠেছে ! কিন্তু এ আনন্দের পরিণতি কে:থাম্বু ! —“চশুিঠাকুর, এ কি সত্যি ” স্বামীর আকুল কান্নার প্রতিধ্বনির মত তার অঙ্গরও স্ঙ্গে সঙ্গে আৰ্ত্তিনাদ করে’ বলে গুঠে—- “একি সত্যি-এ কি সত্যি ” স্কুণ-তৃষ্ণHনস্থার অবকাশ ভুলে--রাজির এই জ্বল্পালোকিত অন্ধকারে—স্বপরিচিত এক নারীর একান্ত সাল্লিখ্যে বসে’-শুধু তার স্পর্শটুকু দিয়ে জীবনের মাত্রাকে সে পঙ্কিল অনিম্বে ভরে’ তুলতে চাঙ্গ—এ কি সত্যি জাজকের রাতের