পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৬৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نتائج متن শবঃ কাছাকাছি হইবার পূর্বেই মণ দুই ওজনের একটা গুরুভার আলিয়। গায়ে পড়িল । অক্সিরক্ষা সম্ভব হইল না ইউনিফৰ্ম্ম সমেত গোৱা পুঞ্জবকে লইয়া পড়িয়া গেলাম। তাহার পরে কি ছইয়াছিল বলিতে পারিব না—কারণ দেখি নাই। চেয়ারের কোন স্থানে লাগিয়া কপালের র্যা-দিকটা বেশ খানিকট কাটিয়া গিয়াছে । উপর হইতে জোড় দুই প্রচরণ এবং গোট। চার দেহু স্থানচ্যুত হইলে চেয়ারের তলা হইত্তে উঠিয়৷ ষ্ট্রাড়াইলাম—কিন্তু সোর বাবাজীকে ধরিয়া তুলিতে হইল। একজনকে হইলে অখণ্ড তত শঙ্কিত না হইলেণ্ড চলিত। কিন্তু একে একে জন পাঁচ-ছয়কে টানিয়া তুলিয়া খাড়া করিতেই দেখা গেল ইহাঙ্গের মধ্যে অক্ষত কেহই নাই ; প্রায় সকলেরই ৰামগণ্ডে চারিটি আঙ্গুলো দাগ বেশ श्रूहि दॆिश निशा चरैश्ांश् ॰श् झि१ श्रृथ् হইতে রক্ত ঝরিতেছে। শক্ষিত সৃষ্টিতে বিনয়ের মুখের পানে একবার চছিলাম। সে আসিয়া ক্ষমাল দিয়া কপালটা বাধিয়া দিল । রক্তপাত তাহা আবার শ্বেত অঙ্গের-কুতরাং শাস্তিরক্ষার অধিকারিগণের আগমন এতক্ষণ কেন হয় মাই প্তাধিয়া বিস্মিত হইতে যাইয়া - তাহারা শাপিয়াছেন দেখিয়া সংযত হইলাম । কিন্তু গোরাদের কাও দেখিয়া সংগ্ৰম টুটিয়া বিষ্ময় মাথা তুলিল কাহারও বিরুদ্ধে অভিযোগ না করিয়া তাহারা বাহির হুইয়। গেল। কিন্তু পুলিশ ছাড়িল না, আমার কপলে ক্ষধিরাক্ত রুমাল বাধা দেখিয়া জামাকে এবং বিনয় কি বলিতে যাইতেছিল দেখিয়া তাহাকেও, সহযাত্রী করিয়া লইল । প্রেক্ষাগার তখন প্রায় জনশূন্ত, পুলিশের স্বনজর অতিক্রম করিতে অনেকেই প্রায় আত্মরক্ষা করিয়াছে। স্বস্ট দেড়েক পরে থানা হইতে বাহির হইয়া দেখি Astāk [ बबष ३६ —পথের অপর গারে সেই তরুণ ও তরুণী মোটর হইতে নামিয়। এদিকে শাসিল এবং নিতান্ত কাতর অঙ্কনয়ে ছইজনকে তাহদের কৃতজ্ঞতা জানাইবার অবসর প্রদান করিতে বলিয়া লেফেয়ারকে এইদিকে গাড়ী আনিতে ইঙ্গিত করিল। কঞ্জিত স্বতরাং রক্তক্ত ললাটের যন্ত্রণায় মাথায় গুণগুণ জলিতেছিল ; সেই সঙ্গে পুলিশের সহিত ৰচসু করিয়া দেহের ভিতরে বা বাহিরে কোথাও কোমলতার কণামান্ত্রও অবশিষ্ট ছিল ন। ; ফলে নিমন্ত্রণ এবং নিমন্ত্রক স্বত লোড়ের दख* cझाकू, भनी ठिद्ध इइंग्र छैfळेल ? cथां५ रुग्न একটা কড়া জবাব দিতে যাইতেছিলাম, কিন্তু মুখ খুলিবার পূর্বেই শুনিলাম— “কোন গুজর-জাপঞ্জি শুনব না—এই পথের মৰাপানে আমরা দু’জল আর আপনার দু’জনে দাড়িয়ে কথা কাটাকাটি করে লোক জমিয়ে কোন লাভ নেই, চলুদ।” বিনয় কখা বলিতে মাত্র জ্ঞান হারাইয়া ফেলে—এ ক্ষেত্রেও তাহার ব্যতিক্রম হুইল না । বলিল--“রাস্তায় লোকের ভিড় জমানতে লাভ আর কারোর মা হলেও স্থাপনাশের যথেষ্ট হবে--- নইলে খানিক আগে এই হাঙ্গামা বাধত না ।” মেয়েট হাসিন্ধা বলিল—“হাঙ্গামা বাধে ত গুiপনি সঙ্গে থাকলে তাতে জয় করি না। চলুন।" বিনয় রেকিয়া বসিল, বলিল—”একে নিয়ে স্বান ; হাসপাতালে বাওয়ার চাইতে সাগ্ৰহ নিমন্ত্রণ ওর পক্ষে অনেক উপকারে আসিবে i* —“আর আপনি ? আপনার গায়ের জোঁর অাছে বলে”—নিমন্ত্রণ যদিও লয়— জল্লুরোধ বড় সামাঙ্ক, না ? তা হবে ন। এই আমি রাস্তার ওপর আপনার