পাতা:গল্পাঞ্জলি.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাদুলী (t আমি হাজার টাকা পৰ্য্যন্ত উঠছি। এমন নয় যে বাড়ীখানি বেচে কেলে কোথা তোমরা দাড়াবে তার ঠিকানা নেই। একখানা বাড়ী পর্যন্ত দিচ্ছি। নীলুবাগ কৈবৰ্ত্তর সেই বাড়ী—দেখেছ ত ? হাজার টাক দিতে চাচ্ছি—তবুও রাজি নয় । তুমিই না হয় ওকে বুঝিয়ে স্থঝিয়ে DB S BBBB BBBS BB BD BBBS SSBBB g B BBBB BB ৰrয়ছে, ওরই এক ষ্টাড়ি টাকা বর বেশী। আজ আমি এখন চল্লাম । সন্ধ্যা-আহ্নিক করবার সময় বয়ে ষাচ্ছে । ওকে বেশ করে বুঝিয়ে, ক’ল সকালে এস, তারপর সদরে গিয়ে রীতিমত ইষ্ট্যাম্পকাগজে লেখা পড়া করে, ক ওলা করে দি ও—হাজার টাকা নগদ নিয়ে গ্যাট হয়ে এসে

এখন চল্লাম ।**

পরদিন প্রাতে তাতি কিম্বা তাতিনী কেহই ভট্টাচাৰ্য্য মহাশয়ের কাছে উপস্থিত হইল না । তখন তিনি লোক দিয়া তাহাদিগকে ডাকাইয়া পঠাইলেন। তাহারা আসিলে বলিলেন—“কি গো ? কি পরামর্শ হল তোমাদের ?” রাইচরণ বলিল—“পরামর্শ কি আর হবে দাদাঠাকুর, ভিটে বেচতে পারব না ।” “কেন শুনি ।” “বাপরে, সাতপুরুষের ভিটে কি ৰেচতে পারি? আমার ছেলেপিলের অমঙ্গল হবে fo “ঈস্—ভারি যে পণ্ডিত হয়েছিল রে । অমঙ্গল হবে "কেন, ཨ་ཐ་ལྡཤྲ། ། গৰ কেন ? কেউ কি ও ভিটেতে কসাইখান খুলছে ? শিবের মন্দির হবে, দিন রাত ধুপ ধুনো পুড়বে, পূজো হবে, কাসর ঘণ্টা বাজৰে—তোর' সাতপুরুষ উদ্ধার হয়ে যাবে তা জানিস ?” রাইচরণ পূর্ববৎ নীরব । 髒