পাতা:গল্পাঞ্জলি.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন >(tఫి. একত্র হস্তিপৃষ্ঠে জঙ্গলে শিকার করিতে গিয়াছিলেন। দূর হইতে ব্যান্ত্রের গর্জন শুনিয়া রাজার মনে অত্যন্ত ভয় হইল। তিনি হস্তী চইতে নামিয়া পলায়ন করিলেন । ইংরাজসৈনিক শব্দানুসারে জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়া বাঘকে গুলি করিলেন । এ গল্পের জন্ত সম্পাদক দুই এক খানি ছবি চাহেন। একখানি রাজার পলায়নের ছবি, দ্বিতীয়খানি বাঘ মারিবার ছবি। দ্বিতীয়খানি আমি আকিতেছি । কিন্তু প্ৰথমখানি সম্বন্ধে আমি বড় সমস্তায় পড়িয়াছি । ভারতবর্ষের রাজাদের যে পোষাক দরবার প্রভৃতির ছবিতে দেখা যায়, সেই পোষাক পরিয়াই তাহারা শিকার করিতে যান অথবা শিকারের উপযুক্ত অন্য কোনও রূপ পোষাক অাছে ?” ■ এই কাহিনী শুনিয়া আমার রক্ত গরম হইয়া গেল। আমি যথাসাধ্য আত্মসংযমের সহিত বলিলাম—“মহাশয়া, ব্যান্ত্রের গর্জন শুনিয়া রাজা পলাইবেন কেন ? ইংরাজসৈনিক ত ভয়ে পলাইতে পারিত এবং রাজা গিয়া সে ব্যাস্ত্রকে শিকার করিতে পারিতেন !” ■ আমার ভাবভঙ্গি দেখিয়া মহিলাটি মৃদুহান্ত করিলেন। বলিলেন— “আপনি ভুলিয়া যাইতেছেন, আমি ও গল্পের লেখক নহি । আমি পারিশ্রমিক লইয়া ছবি অশকিব মাত্র।” আমি তখন লজ্জিত হইলাম। বলিলাম—“আমি অন্তায় করিয়াছি— আমায় ক্ষমা করিবেন। স্বদেশবাসীর নিন্দ শুনিয়া হঠাৎ আমার বুদ্ধিবিপৰ্য্যয় ঘটিয়াছিল।” বৃদ্ধ বলিলেন—“আপনার দেশভক্তি দেখিয়া প্রীত হইলাম। এখন আমার প্রশ্নের উত্তর দিন ।*; . আমি বলিলাম—“আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন হইল। আমি স্বচক্ষে ষে দুই চারিট রাজা দেখিাছি—তাহ হয়