পাতা:গল্পাঞ্জলি.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন ১৭৩ শেষ সপ্তাহ সে অতি বিমৰ্ষভাবে কাটাইল । তাছার মনে হইল, পিতামাতার বিনা আশীৰ্ব্বাদে বিবাহ করিতে হইলে, মিলনের অৰ্দ্ধেক আনন্দ তাহার চলিয়া যাইবে।” এই সময় দাসী আলো জালিয়া দিতে আসিল । আলো জালিয়া, অগ্নিকুণ্ডে আবার প্রচুর পরিমাণ কয়লা নিক্ষেপ করিল। অগ্নিদেব লেলিহ রসন বিস্তার করিয়া নৃত্য করিতে লাগিলেন। আমার মনে একটা বিশ্বাস ক্রমে দৃঢ় হইতে দৃঢ়তর হইয়া আসিতেছিল —এই মড, মিস ক্যাম্বেল ছাড়া আর কেহই নছে। উৎসুকভাবে জিজ্ঞাসা করিলাম—“তাহার পর —কি উত্তর আসিল ?” মিস ক্যাম্বেল বলিলেন—“পত্রে কোনও উত্তর আসিল না। ১৮ই জুন—সে দিন ওয়াটালু যুদ্ধ জয়ের বাৰ্ষিকোৎসব-পত্রের পরিবর্ভে চারুর বৃদ্ধ পিতা স্বয়ং আসিয়া পড়িলেন। মডের পিতার পা জড়াইয়া ধরিয়া, বলিতে লাগিলেন--"আমায় রক্ষণ করুন। আমার ঐ একমাত্র পুত্র । আমাদের বুড়াবুড়ীর ঐ একমাত্র অবলম্বন। দেশে লইয়া গিয়া প্রায়শ্চিত্ত করাইয়া উহাকে জাতিতে তুলিয়া লইব । সেইখানে হিন্দুমতে উহার বিবাহ দিব । আপনার কন্যাকে বিবাহ করিলে জন্মের মত উহার জাতিচু্যতি ঘটিবে—বংশাবলীক্ৰমে আর কখনও সমাজে উঠিবার আশা থাকিবে না । ছেলেকে আমি ঘরে রাখিতে পারিব না । মরিবার সময় আমাদের মুখে ও জলগওয দিবার অধিকারী থাকিবে না। আপনার কস্তাকে বিবাহ করলে আমার স্ত্রী শোকে আত্মহত্যা করিবে—আমি দুঃখে পাগল হইয়া যাইব । কাশ্মীর বেড়াইতে যাইবার নাম করিয়া, বোম্বাই হইতে জাহাজে আমি আসিয়াছি । সারাপথ চিড় খাইয়া আসিয়াছি। আমার ধন ফিরাইয়া দিন।” * “মডকেও তিনি মাতৃসম্বোধন করিয়া ঐ প্রকার বলিতে লাগিলেন।