পাতা:গল্পাঞ্জলি.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু J){ মাঝে মাঝে এক একবার বাহিরে দৃষ্টিপাত করিতেছিল, দেখিতেছিল গাড়ী কোথায় বাইতেছে । ক্রমে গাড়ী শিয়ালদহ পুল পার হইয়া বেলিয়াঘাটায় প্রবেশ করিল ও ক্ষুদ্র বাগানযুক্ত একটি দ্বিতল অট্টালিকার সম্মুখে আসিয়া থামিল । বাবুটি নলিনীকে বলিলেন—“আসুন ।” নলিনী অবতরণ করিয়া বাবুটির পশ্চাৎ পশ্চাৎ চলিল। একটি সুসজ্জিত কক্ষে প্রবেশ করিয়া উপবেশন করিল। বাবুট বলিলেন— “আপনার স্নান আহার বোধ হয় কিছুই হয় নি ?” “না, স্নান হয় নি। বেলা ন’টার সময় আমায় খাবার এনে দিয়েছিল, কিন্তু আমি খাইনি। আমি হাজতে ছিলাম কি না ।” “তা জানি”—বলিয়া উচ্চ স্বরে ডাকিলেন—“বেয়ারা ।” “হুজুর”—বলিয়া বেছারা আসিয়া দাড়াইল । “বাবুকে গোসলখানামে লে যাও । একঠো ধোতি নিকাল দে ও ” নলিনী বলিল—“না থাক্ । আমি বাড়ী গিয়েই স্নানাহার করব । আজি তিন দিন জামি বাড়ী থেকে নিরুদ্দেশ । আমার খবর না পেয়ে তার যে কি অবস্থায় আছে তা ভগবানই জানেন।” “বাড়ীতে আপনার কে কে আছে ?” “আমার স্ত্রী আছেন, একটি মেয়ে একটি ছোট ছেলে আছে, একজন ঝি আছে।”

  • আপনার বাড়ী কোন খানে ?” “বউবাজারে, ব্যানার্জির লেনে।” *এখনি যাবেন ?” নলিনী একটু সঙ্কুচিত হইয়া বলিল—“আমার মনটা ভারি অস্বস্থ রয়েছে। আপনি আজ জেল থেকে আমায় উদ্ধার করেছেন—এ উপকার