পাতা:গল্পাঞ্জলি.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্পাঞ্জলি טא 6 বিনোদবাৰু অনেক দুঃখ করিতে লাগিলেন । অবশেষে বলিলেন— *আচ্ছা আঞ্জ সন্ধেৰেলা বড়বাবুর বাড়ী অামি যাৰ এখন । আর একবার তাকে বুঝিয়ে স্থঝিয়ে বলে দেখি ” “আমি যাব কি ?” “কি জানি কি রকম মেজাজে থাকবেন তা ত বলতে পারিনে—আজি আপনার গিয়ে কায নেই । যদি আপনাকে নিয়ে বেতে বলেন, কাল তখন নিয়ে যাব ।** “কি বলেন, আমি কি করে জানতে পারব ? বলেন ত রাত্রে আপনার বাড়ীতে আসি ৷” “তা আসবেন—রাত নটার সময় আসবেন । তার মধ্যেই আমি ওঁর শুখান থেকে ফিরে আসব এখন ’’ নলিনী মুখখানি বিষঃ করিয়া বাড়ী গেল । কয়েকদিন হইতেই হেমাঙ্গিনী স্বামীর ভাবাত্তর লক্ষা করিতেছিল । আজ নলিনীর মুখ চক্ষুর অবস্থা দেখিয়া শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিল “কি হয়েছে ?” “বলব এখন”—বলিয়া হাত মুখ ধুইয়া নলিনী ছেলে পড়াইতে গেল । সেখান হইতে একটু শীঘ্ৰ বিদায় লইয়া, রাত্রি আটটার সময়ই বিনোদবাবুর গুহে উপস্থিত হইল । তখনও তিনি ফিরেন নাই । নলিনী কিয়ৎক্ষণ বসিয়া অপেক্ষা করিবার পর বিনোদবাৰু ফিরিলেন , উৎকণ্ঠিত হইয়া নলিনী জিজ্ঞাসা করিল—“কি খবর ?” বিনোদবাবু মানমুখে বলিলেন—“বড় সুবিধে নয় ।” “তৰু ?” “তিনি বল্লেন, নলিনী আমাদের যে রকম অপমান করেছে তাতে কোনও মতেই ওকে আর আফিসে রাখা যায় না । আমি তখন ওঁকে