পাতা:গল্পাঞ্জলি.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু ٩وئ؟ আজ দেখিতেছি, একদিকে ভীষণতর দারিদ্রা, অপর দিকে বেতনদ্ধির প্রলোভন, উভয়ের সমবেত আক্রমণেও তুমি অটল। ভাই, তুমি এপ্লিপরীক্ষার উত্তীর্ণ হইয়াছ । আর কোন ও আশঙ্কা নাই । তুমি তোমার সম্পত্তির যে অংশ নিজদোষে নষ্ট করিয়াছ, তাহা ত *ः ५:श्रेष्ठ । .আমি যতটুকু বাচাইতে পারিয়াছি, তাহ আজ তোমায় প্র তাপণ করিতেছি । .তামাকে যত টাকা আমি ধার দিয়াছিলাম, তাহার স্বদের হার শতকরা iাবে টাকা হিসাবে লেখা ছিল। আমি ব্যাঙ্ক হইতে ষে সুদ পাই, সেই সু- মাত্র কষিয়া পাচ বৎসরান্তে তোমার কাছে আমার প্রাপ্য ধাৰ্য্য করি । দন তোমার বাড়ী দুখানি আমি কাড়িয়া লই, তাহার সপ্তাহ পরেই মমি স দুখানি সুবিধা দরে বিক্রয় করিবার সুযোগ পাইয়াছিলাম। আমার নজ হিসাবের প্রাপ্য টাকা প্রাপ্তমূল্য হইতে কাটিয়া লইয়া, বাকী টাকা ifাঙ্কে জমা রাখিয়াছিলাম। এক বৎসরে স্বদে আসলে তোমার স্বাহা হইয়াছে, *ঠ পরিমাণ একখানি চেক এই পত্রমধ্যে তোমায় পাঠাইলাম । .তামার বসতবাটীর দলিলখানি তোমায় ফেরৎ পাঠাইলাম । উহার iঃ দাবী পরিশোধ লিথিয়া দস্তথৎ করিয়া দিলাম। ঐটুকু রেজিষ্টারি Fরা হয়। লইবে । একবার ভাবিয়ছিলাম, আমার আসল পচিশহাজার টাকাটা মাত্র মটিয়া বাকী সমস্ত তোমার ফিরাইয়া দিব । কিন্তু তাহা হইলে, ভুমি আমার নিকট আর্থিকভাবে উপকৃত, এই একটা ধারণা তোমার মনে কি যাইত। তাহাতে তোমার আত্মসন্মান খৰ্ব্ব হইত—তাই ও আমি পরিত্যাগ করিলাম । তুমি এখন যাহা পাইলে, তাহ তোমার বা প্রাপ্তির এক পয়সাও অধিক নহে। আমার কাছে তুমি আর্থিকf:ব উপকৃত, এ আত্মগ্লানির কারণ তোমার রহিল না ।