পাতা:গল্পাঞ্জলি.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছাঁপোষ ভট্টাচার্য্য । দুর্গাপুরগ্রামে পূৰ্ব্বকালে সহস্ৰাধিক তত্ত্ববায় বাস করিত। গ্রামের মধ্যভাগে একটা চত্বরাকৃতি স্থানে সপ্তাহে দুইবার করিয়া হাট বসিত। সেই হাটে বিস্তর দেশী ধূতি, শাড়ী, উড়ানি বিক্রয় হইত। দূর দূরান্তর হইতে পাইকারগণ আসিয়া সেই সকল বস্ত্র ক্রয় করিয়া লইয় যাইত। দুর্গাপুরের কাপড় যে খুব স্বল্প বা মসৃণ ছিল তাহা নহে— পোষাকী কাপড় এখানে অল্পই প্রস্তুত হইত। তবে এখানকার কাপড় দীর্ঘকাল স্থায়ী হয় বলিয়া একটা প্রসিদ্ধি ছিল । আটপৌরে ধুতি, শাড়ী দুর্গাপুরের হইলেই অধিক আদর পাইত । সে কালে দুর্গাপুরের তাতির সমৃদ্ধিসম্পন্ন ছিল । তাহারা দোল দুর্গোৎসব করিত, অনেকের ইষ্টকনিৰ্ম্মিত বাসভবন ছিল, কেহ কেহ ভূসম্পত্তিও করিয়াছিল। তখনকার দিনে তাহার নিৰ্ব্বোধ মূৰ্খ বলিয়া বিখ্যাত ছিল না। দুই কলম লিখিতে পড়িতে জানে এমন তাতি অনেক ছিল। কিন্তু কালের কি বিচিত্র গতি। সে সকল জঙ্গী এখন স্বপ্নের মত—উপকথার শ্রেণীভুক্ত। দেশে বিলাতী কাপড়ের বহুল প্রচারের সঙ্গে সঙ্গে তাহাদের ব্যবসায় মাটী হইল। ক্রমে তাহার নিরন্ধ হইয়া পড়িল । এখনও দুর্গাপুরে তাতি আছে—তৰে ংখ্যার অনেক অল্প । সকলে আর জাতিব্যবসায় করে না । যাহারী করে, তাহারা কোনক্রমে দিনপাত করে মাত্র ।