পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রজাপতির পরিহাস ఉడి পঠিও। অমলাকে তুমি বলে রেখ, সরেন আজ আসবে, বাপ-মাৱ অলমতি নেওয়া সৎবন্ধে তাকে রাজি করা, অমলারই ভার। এ বিষয়ে সরেন রাজি হ’লে, আর কোমও গোল নেই, এই মাসেই বিয়ে হতে পারে। সরেন এলে পরে, অমলার কাছে তাকে রেখে তুমি চলে এস। তা হলেই সব ঠিক হয়ে যাবে এখন।” 呜 পরামর্শমতই কায হইয়াছিল। যাইবার সময় সরেন আমার বলিয়া গিয়াছে, আজই সে তোমাকে চিঠি লিখিবে । আচ্ছা, ভাই, দিনে দিনে হইল কি বল ত ? আমরাও ত এক দিন বিবাহ করিয়াছিলাম, কিন্তু কই, তাহার মধ্যে এমন সব মজার ব্যাপারের বাপমাত্রও ত ছিল না। সেকালে अन्ञिम्ना आभज्ञा कि छूजई कब्रिग्नाझि, शञ्च शम्न । वफ़ई ठेकिग्ना शिज्ञाछि । *थट्खाब्र यन काल ! ( ά ) g माच्छिीलर् $२ ँ हैखाष्ठै পরম-পজেনীষা শ্ৰীমতী মাতাঠাকুবাণী দেবী শ্রীচরণকমলেষ। ञा ! দাজিলিঙে পেপছিয়া, পৌছান সংবাদটি মাত্র তোমায় দিয়াছিলাম। তার পর নানা శా జా శా • గశా * * శా డా కాగా భాగ VG | এখানে পেপছিবার অলপদিন পরেই বাবার বাল্যবন্ধ হালিসহর নিবাসী গ্রীষতে উমাচরণ চৌধুরী মহাশয়েব সহিত আমার আলাপ হয়। ইহার নাম আমি তোমাদের নিকট শনিয়াছিলাম কিন্তু পবে ইহাদিগকে দেখিয়াছি বলিয়া আমার স্মরণ-হয় না। এবার ছুটীতে প্রথম হালিসহরে গেলে তোমাদের সঙ্গে তাঁহাদের দেখাসাক্ষাৎ হইয়াছিল শনিলাম। তাঁহার কন্যা অমলাকে অবশ্যই তোমরা দেখিয়াছ ; তাহার সহিত তিনি আমার বিবাহ দিতে চাহেন , টাকাকড়িও যথেস্ট দিতে প্রস্তুত আছেন, এরপে আভাস পাইয়াছি। পণ লইষা বিবাহ কবার আমি কিরাপ বিরোধী, তাহা ত তোমরা ভালরপেই জান। আমি পণনিবারিণী সভার সেক্রেটারী হইয়া ঐ কাৰ্য্য করিলে দেশের চক্ষতে আমি যে অত্যন্ত হেয় হইয়া পড়িব, তাহাতেও সন্দেহ নাই। খবরের কাগজে আমাকে নানারপে শেলষ, বিদ্রুপ ও গালাগালি করবে। কিন্তু টাকা না পাইলে বাবা জেলে যান। সেটা ঘটিতে দেওয়া আমার পক্ষে ঘোর অকৃতজ্ঞতার কায্য হয়, তাহাতেও সন্দেহ পাবেও ছিল না, এখনও নাই। অনেক ভাবিয়া চিন্তিয়া আমি স্থিব করিয়াছি, আমার পরমগরে পিতৃদেবের মঙ্গলাথে আমার আদশ, আমার প্রতিজ্ঞ, আমার কত্তৰাজ্ঞান প্রভৃতি সমস্তই বলি निम्ना, ठाँशव्र आछान्ददखौ* इक्वेव । 釁 অতএব, মা, বাবাকে আমার শতকোটি প্রণাম জানাইয়া, তাঁহাকে বলিও যে, আমি আর তাঁহার অবাধ্য সন্তান নহি । তিনি যাহা আদেশ কারবেন, তাহাই আমি নতমশতকে পালন করিতে প্রস্তুত আছি। তবে, অন্য কোথাও নহে—এই চৌধুরী মহাশয়ের সহিতই কথাबाख"ी श्झ, ईशाझे आयाद्भ उप्राब्ठद्भिक हैछक्का । 劇 আমার এখানকার কায এক সপ্তাহ পরে শেষ হইবে। কলেজ খলিতে এখনও বিলব আছে। সাহেবকে বলিয়ছি, তিনি আমায় তিন সপ্তাহের ছুটী দিবেন, ঐ তিন সপ্তাহ বাড়ী গিয়া তোমাদের চরণসেবায় অতিবাহিত করিব, স্থির করিয়াছি। সেবক वैश्ह्णनि ॥